বরিশালে বিএনপির মহাসমাবেশ ঘিরে উত্তেজনা
১ নভেম্বর ২০২২বিএনপির নেতাদের অভিযোগ, আতঙ্ক তৈরি করে গণসমাবেশের জনস্রোত রুখতে আওয়ামী লীগ এমন কৌশল নিয়েছে। তবে আওয়ামী লীগের নেতাদের দাবি, দল গোছানো ও নেতাকর্মীদের সংগঠিত করার জন্য সারা দেশেই তাদের সাংগঠনিক কর্মকাণ্ড চলছে।
আওয়ামী লীগের নেতারা বলছেন, ১১ নভেম্বর ঢাকায় যুবলীগের মহাসমাবেশ হবে। এ ছাড়া ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন এবং আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সারা দেশেই সাংগঠনিক কর্মকাণ্ড বাড়ানো হয়েছে। বিশেষ করে ঢাকায় যুবলীগের মহাসমাবেশ সফল করতে ৯ নভেম্বর পর্যন্ত বরিশাল নগরের ৩০টি ওয়ার্ডে ধারাবাহিক মিছিল ও সমাবেশ করা হবে।
সোমবার রাতে প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। নগরীর সদর রোডেও বের হয় বড় ধরনের মিছিল। এতে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। এমন কর্মসূচির মধ্যে দিয়ে রাজনৈতিক সংঘাত সৃষ্টি হতে পারে বলে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছে।
ইতিমধ্যে বিএনপি অভিযোগ করেছে, তাদের কয়েকজন নেতাকর্মীর উপর হামলা করা হয়েছে। মানবজমিন লিখেছে, ৩১শে অক্টোবর পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে। মাঠে নেমে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুরে উজিরপুরে এবং রাতে নগরীর গড়িয়ার পাড় এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপর দুইটি পৃথক হামলার ঘটনা ঘটে। সব মিলিয়ে ৫ নভেম্বরের বিভাগীয় সমাবেশ সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে সৃষ্টি হয় অজানা আতঙ্ক।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক রফিকুল আলম মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, ৫ নভেম্বর বরিশাল নগরে বিএনপির বড় জমায়েতকে ঘিরে আওয়ামী লীগের এ ধরনের কর্মসূচি সংঘাত ও অস্থিরতাকে অনিবার্য করে তুলতে পারে। দুই পক্ষেরই এ জন্য পরস্পরের প্রতি সহিষ্ণু ও সংযত হওয়া প্রয়োজন। ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের এ ক্ষেত্রে বেশি ভূমিকা রাখা উচিত।
মহানগর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দুই নেতা প্রথম আলোর সঙ্গে আলাপকালে বলেছেন, বিএনপি দেশের বিভাগীয় শহরগুলোয় গণসমাবেশ করে মাঠ দখলে নেওয়ার চেষ্টা করছে। দলটি এর মাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনোবলে চিড় ধরানোর কৌশল নিয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে বলে দেশে-বিদেশে প্রমাণ করতে চাইছে। এটাকে একটি রাজনৈতিক অপকৌশল বলে মনে করছেন তারা। বিএনপির এই অপকৌশল রোধের জন্যেই তারা মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য ৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় নগরের ৩০টি ওয়ার্ডে মিছিল-সমাবেশ করার জন্য মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অবশ্য বিএনপির নেতারা বলছেন, ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশের জনস্রোত রুখতে আওয়ামী লীগ এই কৌশল নিয়েছে। মানুষ যাতে সমাবেশে যোগ না দেয়, সে জন্য আতঙ্ক সৃষ্টি করতে দলের ক্যাডারদের দিয়ে আগাম মহড়া, পথে পথে বাধা, মারধর, নির্যাতনের পথে এগোচ্ছে। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও সবশেষ রংপুরে এটা করেছে। একইভাবে বাস, ট্রাক, ট্রেনসহ সব ধরনের পরিবহন বন্ধ করে দিয়েছিল। কিন্তু তাতে কোনো ফল হয়নি। মানুষের বাঁধভাঙা স্রোত ঠেকানো যায়নি।
বরিশাল মহানগর বিএনপির নেতারা দাবি করেছেন, তাদের গণসমাবেশের আগে মহানগর আওয়ামী লীগের ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল-সমাবেশের এমন কর্মসূচি আওয়ামী লীগের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ ছাড়া কিছুই নয়।
তবে বরিশাল নগরে আওয়ামী লীগের এই কর্মসূচির সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর বলেন, বিএনপির গণসমাবেশ নিয়ে আমাদের কোনো ধরনের মাথাব্যথা নেই। ঢাকায় যুবলীগের মহাসমাবেশ হবে। সেখানে আমরা বরিশাল থেকে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে যোগ দেব। তাই নিজেদের সংগঠিত করার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি দেওয়া হয়েছে।
বিএনপির মহাসমাবেশ ঘিরে যানবাহন বন্ধের নানা পদক্ষেপ ও কৌশল নিয়ে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বলেন, ‘বাস চলাচল বন্ধের পর তিন চাকার যান বন্ধ করেছে। এরপর একে একে ভাড়ায় চালিত মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক, লঞ্চ, রিকশা, নৌকাও বন্ধ করবে। এসব মাথায় নিয়েই আমরা মাঠে নেমেছি। জনগণকে ঠেকানো যায়নি, যাবেও না। মানুষ সাঁতরে হলেও গণসমাবেশে যোগ দেবে।' এসব ঘটনা আওয়ামী লীগের আত্মবিশ্বাসের ঘাটতি প্রমাণ করে বলে তিনি মন্তব্য করেন।
একেএ/কেএম (প্রথম আলো)