বরফে পিছলে গিয়ে ভাইরাল
১৫ ফেব্রুয়ারি ২০১৯২০০৬ সাল থেকে ইউটিউবের চ্যানেল সচল রেখেছেন জেফরি৷ গত ১২ বছর মাত্র ৪৭ জন সাবস্ক্রাইবার ও হাজার খানেক ভিউ ছিল৷ অথচ এই ২৬ সেকেন্ডের ভিডিওটির ভিউ পাঁচ লাখ ছাড়িয়ে গেছে৷ মন্তব্য এসেছে শতাধিক৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে অগণিতবার শেয়ার হয়েছে৷
ভিডিওতে দেখা যায়, জেফরি একটি লবণের পাত্র এনে বরফ পরিষ্কার করা ড্রাইভওয়েতে লবণ ছিটিয়ে দিচ্ছেন৷ হুট করে পিছলে গিয়ে গড়াতে গড়াতে গিয়ে পড়েন নিচের রাস্তায়৷ বুধবার এই দৃশ্যটুকু এডিট করে ইউটিউবে প্রকাশ করেন জেফরি৷
টাইম ম্যাগাজিনে ভিডিওটির ভাইরাল হওয়া প্রসঙ্গে বলা হয়, বরফ ঝরা দেশে এরকম পিছলে পড়ার ঘটনা খুবই স্বাভাবিক৷ সব সময় সচেতন থাকেন মানুষ৷ তবে একেবারে পাকৃতিক ও অপ্রস্তুত একটি দৃশ্য হওয়ায় সবাই তা লুফে নিয়েছেন৷ একইসঙ্গে দৃশ্যটি মজার ও দুঃখজনক৷ কারণ, বড় দুর্ঘটনা ঘটতে পারতো৷
জেফরির ভিডিওটির নিচে দর্শকদের মন্তব্যগুলোও ভীষণ মজার৷ কেউ কেউ হাস্যরস করেছেন৷ কেউ সমবেদনা প্রকাশ করেছেন৷ একজন মন্তব্য করেছেন, ‘‘বরফে লবণ ছিটিয়ে লাভ নেই, স্বাদ ভালো হয় না৷ অন্য কিছু দেওয়া উচিত৷’’
এফএ/এসিবি