1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বরখাস্ত করা হচ্ছে এয়ার ইন্ডিয়ার ৩০০ জন ধর্মঘটি পাইলটকে

১১ জুন ২০১২

জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পরিচালন কর্তৃপক্ষ আরো ৩০০ জন ধর্মঘটি পাইলটকে বরখাস্ত করতে চলেছে৷ পাইলটদের ধর্মঘট আজ ৩৫ দিনে পড়লো৷ শর্তসাপেক্ষে পাইলটদের কাজে যোগ দিতে বলা হলেও পাইলট গিল্ড তাদের অবস্থানে অনড়৷

https://p.dw.com/p/15C34
ছবি: AP

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পাইলট ধর্মঘটের ৩৫ দিনেও অচলাবস্থা অব্যাহত৷ সমাধানের লক্ষণ দেখা যাচ্ছেনা, বরং সমস্যা জটিল হচ্ছে৷ এয়ার ইন্ডিয়ার পরিচালন কর্তৃপক্ষের মনোভাব ক্রমশই কঠোর হচ্ছে৷ ধর্মঘটের হোতা এয়ার ইন্ডিয়া পাইলট গিল্ডের সদস্য আরো ৩০০ জন পাইলটকে বরখাস্ত করা হচ্ছে৷ শীঘ্রই তাঁদের নোটিশ পাঠানো হচ্ছে৷ এর আগে ১০০ জন ধর্মঘটি পাইলটকে বরখাস্ত করা হয়৷ পাইলট গিল্ড'এর বিরুদ্ধে শ্রম আদালতে যাবার কথা বলেছে৷

তাঁদের জায়গায় নতুন পাইলট নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয়া হয়েছে দেশে বিদেশে৷ কতজন পাইলট প্রকৃতপক্ষে দরকার, তা স্থির করতে গঠন করা হয় এক কমিটি৷ পরিচালন কর্তৃপক্ষের মতে প্রয়োজনের চেয়ে বেশি পাইলট ছিল৷ নতুন পাইলট নিয়োগের ব্যাপারে এই কমিটি কর্তৃপক্ষকে পরামর্শ দেবেন৷ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ মনে করেন, অনেকদিন অপেক্ষা করা হলো আর নয়৷ পাইলটদের কাজে যোগ দেবার ইচ্ছা নেই৷

Indien Air India Streik Mumbai Flughafen Schalter
ভারতে পাইলটদের ধর্মঘটের আজ ৩৫ দিন...ছবি: Reuters

বেসামরিক বিমান চলাচলমন্ত্রী অজিত সিং বলেন, কীভাবে ধর্মঘটের মোকাবিলা করা হবে, তার জন্য ব্যবস্থা নেবে পরিচালন কর্তৃপক্ষ৷ তবে পাইলটদের বসিয়ে মাইনে দেয়া যেতে পারেনা৷ দিল্লি হাইকোর্ট ধর্মঘট বেআইনি ঘোষণা করা সত্বেও, তাঁরা আদালতের আদেশ পর্যন্ত মানছেনা৷ তিনি বলেন, প্রথমে আমরা দেশের ভেতর থেকে ১০০ জন পাইলটকে নিয়োগ করবো৷ পরে দেশের পাইলটদেরই ট্রেনিং দিয়ে আন্তর্জাতিক রুটে লাগাব৷

উল্লেখ্য, অভ্যন্তরিন বিমান সংস্থা ইন্ডয়ান এয়ারলাইনসকে এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশিয়ে দেবার পর থেকে গন্ডগোলের সূত্রপাত৷ এয়ার ইন্ডিয়া শীঘ্রই বোয়িং কোম্পানির সর্বাধুনিক ৮৭৮ ড্রিমলাইন হাতে পাচ্ছে৷ তারজন্য বিশেষ প্রশিক্ষণ নিতে যেসব পাইলটকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে, তার বেশির ভাগ পাইলট ছিল ইন্ডিয়ান এয়ারলাইনসের৷ এখানেই এয়ার ইন্ডিয়ার পাইলটদের আপত্তি৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য