বঙ্গবন্ধু ও বাংলাদেশকে বিশ্বনেতাদের শ্রদ্ধা, শুভেচ্ছা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রশংসা করেছেন সারা বিশ্বের বিশিষ্টজনেরা৷ দেখুন ছবিঘরে...
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় সের্গেই লাভরভ বলেন,, “অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছে রাশিয়া, যিনি একজন লড়াকু নেতা হিসেবে জনগণের স্বাধীনতা ও সুখের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন এবং রাশিয়ার সত্যিকারের বন্ধু ছিলেন।”
মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে ভিডিও কলের মাধ্যমে অংশ নিয়ে ইসলামী রাষ্ট্রগুলোর জোট ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন (ওপরের ছবিতে, বাঁ দিকে) বলেন, “১৯২০ সালের মার্চে জন্ম নেওয়া জাতির জনক বৈষম্য, অসমতা দূর করার সংগ্রামে তার সারাটি জীবন উৎসর্গ করেছেন। নিজের দেশকে সোনার বাংলায় রূপ দিতে তার প্রচেষ্টা অনন্তকাল স্মরণীয় হয়ে থাকবে।”
পোপ ফ্রান্সিস
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান খ্রিষ্টান ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। ‘এক ভিডিও বার্তায় তিনি বাংলাদেশ সফরের কথা স্মরণ করে বলেন, ‘‘আমার মনে বাংলাদেশ সবসময় বিশেষ জায়গা দখল করে আছে। জাতি গঠন এবং উন্নয়নে ভ্যাটিক্যান সিটির সর্বদা সমর্থন থাকবে। তাই আমি আশা করছি উভয় পক্ষের মধ্যে ভালো সম্পর্ক আরো জোরদার হবে।’’
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং
বাংলাদেশ সফরে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷ তারপর দর্শনার্থীদের বইয়ে তিনি লেখেন, “বিদেশি শোষণের নিয়ন্ত্রণমুক্ত করে জনগণকে অভূতপূর্ব শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতার পথ করে দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনীত শ্রদ্ধা ও প্রার্থনা জ্ঞাপন করছি।’’
ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজুলাই
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)-র মহাপরিচালক অড্রে অ্যাজুলাই বলেন, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে৷ তার মতে, জাতির পিতার ‘তাৎপর্যপূর্ণ’ সেই ভাষণে বৈশ্বিক মানবাধিকার ও মর্যাদার মূল্যবোধও প্রতিফলিত হয়েছে। ঐতিহাসিক গুরুত্বের কারণেই সাতই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হেরিটেজে স্থান পেয়েছে বলেও জানিয়েছেন তিনি৷
নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী
জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে নেপালের প্রেসিডেন্ট বলেন, “অনলবর্ষী বক্তা, সংগঠক ও যোদ্ধা হিসাবে বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছিলেন এবং অর্জন করেছিলেন নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্য। এ অঞ্চলের মানুষের কাছেও তিনি পূজনীয় নেতা।”
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের প্রশংসা করে বলেন, ‘‘বাঙালির জোড়া উদযাপনে এই উন্নয়নচিত্রই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতির শ্রেষ্ঠ সম্মান। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন নীতিনিষ্ঠ মানুষ। বাংলার মানুষের জন্য তিনি তার সারাটি জীবন উৎসর্গ করেছেন, এই বাংলার ভাষা এবং তাদের উন্নত ভবিষ্যতের জন্য। ”
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ
বন্ধুর পথ পেরিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উপনীত হওয়া বাংলাদেশকে অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের জীবনমানের উন্নয়নের জন্য অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধু প্রসঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট (ওপরের ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে) বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বাংলাদেশকে স্বতন্ত্র একটি পরিচয় দান করেছে। প্রজন্ম থেকে প্রজন্ম তিনি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন
পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু লেকচার সিরিজে ‘বঙ্গবন্ধু: বাংলাদেশের চেতনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ৷ এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ রাষ্ট্রের সূচনালগ্নে কূটনীতিক হিসাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার বিশ্বজুড়ে স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের লড়াইয়ের প্রেরণা হিসেবে কাজ করে৷