বই মেলায় শিশু প্রহর
৬ ফেব্রুয়ারি ২০০৯এই সময় শিশুরাই যেন মুল ক্রেতা, রঙচঙা হরেক বই থেকে তাদের চোখ যেন আর উঠতেই চায় না৷
অমর একুশে বইমেলার শুক্রবারের সকল আয়োজন ছিলো শিশুদের নিয়ে৷ সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পুরোটা সময় জুড়ে ছিলো শিশুদের মুখরতা৷ বই কেনা আর বাবা মার কাছে বায়নায় ভরপুর৷ শিশুদের নিয়ে প্রকাশিত বইগুলো বিক্রিও হয়েছে বেশী৷
সাথে আসা বাবা মাও আনন্দিত শিশুদের জন্য আলাদা করে প্রহর বেছে দেয়ায়৷ তবে প্রতিবারের মতো শিশু কর্ণার না থাকায় ক্ষোভও আছে অনেকের কণ্ঠে৷
মেলায় বড়দের পাশাপাশি ছোটদের বই যেমন আছে তেমনি আছে শিশু প্রকাশকও৷ তারাও মেলা নিয়ে উচ্ছ্বসিত৷ মেলায় আসা বইয়ের মধ্যে শিশুদের বইয়ের সংখ্যাও অনেক৷ নামকরা লেখকদের পাশাপাশি তরুণরাও লিখছেন শিশুদের জন্য৷ অন্যদের মতো লেখক মুহাম্মদ জাফর ইকবালও মনে করেন বইমেলার আয়োজনের অনেকটাই হওয়া উচিত শিশুদের জন্য৷ তিনি ডয়চে ভেলেকে জানান, শিশুদের জন্য আরো লেখা উচিত৷ লেখকদের উচিত শিশুদের জন্য আলাদাভাবে চিন্তা করা৷
আর বই মেলার প্রথম শুক্রবার হওয়ার কারনে শিশু প্রহর শেষ হওয়ার পর পরই মেলায় নামে সব শ্রেনীর মানুষের ঢল৷