ফ্রান্সের মসজিদে হামলার দায়
৩১ অক্টোবর ২০১৯গত সোমবার ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বাওয়ানের এক মসজিদের দরজায় আগুন লাগানোর চেষ্টা করেন ওই ব্যক্তি, এসময় দুজন তা দেখে ফেললে তাদের গুলি করেন তিনি৷
মসজিদে আগুন দেওয়ার চেষ্টা এবং ৭৪ ও ৭৮ বয়সি দুই ব্যক্তিকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে বুধবার ওই প্রবীণের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়৷ গুলিবিদ্ধরা বর্তমানে বাওয়ান হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অবস্থা আশঙ্কাজনক৷
পুলিশ অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ না করলেও স্থানীয় গণমাধ্যম তাকে মেরিন লে পেনের ডানপন্থি জাতীয় ফ্রন্ট দলের ৮৪ বছর বয়সি প্রাক্তন প্রার্থী হিসাবে চিহ্নিত করেছে৷ এই পার্টির একজন মুখপাত্র জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে বলেছেন, ‘‘এটি সত্য, তবে ২০১৫ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল৷’’
তদন্তকারীরা বলছেন, অভিযুক্ত ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন প্যারিসের নটরডেম ক্যাথেড্রাল আগুনে ক্ষতিগ্রস্ত করার প্রতিশোধ নিতেই তিনি এই কাজ করেছেন৷ কারণ তিনি বিশ্বাস করেন ওই ঘটনার জন্য মসুলমানরা দায়ী৷ যদিও কর্তৃপক্ষ বলছে, ক্যাথেড্রালের ওই আগুনটি একটি দুর্ঘটনা৷
৮৪ বছর বয়সি ওই ব্যক্তি পুলিশকে বলেছেন, তিনি কাউকে হত্যার পরিকল্পনা করেননি৷ এরপরও ধারণা করা হচ্ছে এই অপরাধের জন্য তাকে বাকি জীবন কারাগারে বন্দী থাকতে হবে৷
বাওয়ান শহরের প্রসিকিউটর মার্ক মেরি বলেছেন, প্যারিসের কর্তৃপক্ষ তদন্তভার গ্রহণ করবে না৷ কারণ এটি সন্ত্রাসবাদী আক্রমণ হিসাবে বিবেচিত হচ্ছে না৷
টুইটারে মসজিদে হামলার ঘটনাকে জঘন্য অপরাধ বলে অভিহিত করে সোমবার টুইট করেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ৷ তিনি বলেছেন, ‘‘প্রজাতন্ত্র কখনই বিদ্বেষ সহ্য করবে না৷ দোষীদের শাস্তি এবং আমাদের মুসলিম দেশবাসীকে রক্ষার জন্য সব কিছু করা হবে৷’’
এসআই/কেএম (এএফপি)