ফ্রাংকফুর্টে বৈশাখি আড্ডা
কাগজে কলমে বাংলা নববর্ষ ছিল ১৪ই এপ্রিল৷ কিন্তু প্রবাস জীবনে একেবারে নির্দিষ্ট দিনেই উৎসব সম্ভব হয়ে ওঠেনা৷ ফ্রাংকফুর্টে তাই একটু ভিন্ন আঙ্গিকে বাংলা নববর্ষ উদযাপন করা হলো ২৭শে এপ্রিল৷
নীরবতা পালন
ফ্রাংকফুর্টের সালবাউ গ্রিসহাইমকে মনে হচ্ছিল এক টুকরো বাংলাদেশ৷ বাংলা নতুন বছর উদযাপনে গত শনিবার (২৭.০৪.১৩) সেখানে হাজির হন হাজারখানেক মানুষ৷ তাদের চোখে ছিল শোকের ছায়া৷ সাভারে ভবন ধসে হতাহতের খবর জানতেন সবাই৷ বর্ষবরণের অনুষ্ঠান তাই শুরু হয় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে৷
দেশ গুণিজন পদক
এবছর দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে গুণিজন পদক দেওয়া হয় জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে৷ ইমপ্রেস টেলিফিল্মের এই ব্যবস্থাপনা পরিচালককে সম্মানসূচক শাল জড়িয়ে দেন দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর দুই সদস্য শিশিরার্দ্র মামুন এবং মিঠু কবির৷
মনের কথা
ব্যক্তিজীবনে খানিকটা চাপা স্বভাবের মানুষ ফরিদুর রেজা সাগর৷ ক্যামেরার সামনে তাঁর উপস্থিতি বেশ কমই চোখে পড়ে৷ এই গণমাধ্যম ব্যক্তিত্বের কর্মময় জীবন সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ অনেক৷ ফ্রাংকফুর্টে সাংবাদিক গোলাম মোর্তোজার বিভিন্ন প্রশ্নের জবাবে নিজের সম্পর্কে বলেন ফরিদুর রেজা সাগর৷
উচ্ছ্বসিত আফজাল
গত বছর দেশ গুণিজন পদক পেয়েছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন৷ এ বছর ফরিদুর রেজা সাগর এই পদক অর্জন করায় উচ্ছ্বসিত আফজাল৷ ফরিদুর রেজা সাগরের উপর একটি তথ্যচিত্রও নির্মাণ করেছেন তিনি৷ তবে কারিগরী জটিলতার কারণে অনুষ্ঠানে সেটি প্রদর্শন সম্ভব হয়নি৷
মঞ্চে অতিথিরা
ফ্রাংকফুটে বৈশাখি আড্ডায় বাংলাদেশ থেকে হাজির হন ফরিদুর রেজা সাগর, রেজওয়ানা চৌধুরী বন্যা, আফজাল হোসেন, সামিনা চৌধুরী, এস আই টুটুল, গোলাম মোর্তোজা এবং আমীরুল ইসলাম৷ মঞ্চে তাদের কয়েকজনের হাতে জাতীয় পতাকা তুলে দেন শিশিরার্দ্র মামুন৷
সঞ্চালক গোলাম মোর্তোজা
বৈশাখি আড্ডায় সঞ্চালকের ভূমিকায় ছিলেন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মোর্তোজা৷ দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর আজীবন সদস্য তিনি৷ ছবিতে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা’র সঙ্গে মোর্তোজা৷
দর্শকদের মন জয় করলেন টুটুল
বৈশাখি আড্ডার এক পর্যায়ে মঞ্চ দখল করে নেন কণ্ঠশিল্পী এস আই টুটুল৷ ভালবাসা মানে, নিরবধি, ইচ্ছে ঘুড়ি, রাতে নাইরে ঘুম, মন, শূন্য মহা শূন্যসহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের এই শিল্পী ফ্রাংকফুর্টে দর্শকদের সুরের তালে মাতিয়ে তোলেন৷
ক্লান্ত সামিনা
এস আই টুটুলের সঙ্গে মঞ্চে মাঝে মাঝে সঙ্গী হন সামিনা চৌধুরী৷ দীর্ঘ বিদেশ সফরে ক্লান্ত ছিলেন সামিনা৷ তবে তাঁর সুরে সেই ক্লান্তি ধরা পড়েনি৷ বরং দর্শকদের অনুরোধ রক্ষা করতে সচেষ্টা ছিলেন জনপ্রিয় এই শিল্পী৷
বৈশাখি খাবার
বৈশাখি আড্ডা অথচ বাংলা খাবারের আয়োজন থাকবে না – তা কি হয়? সালবাউ গ্রিসহাইমের এক কোনায় তাই বাঙালি খাবারের আয়োজন নিয়ে বসেছিলেন এই যুবক৷ পেঁয়াজু, শিঙাড়া, পুরি, বিরিয়ানি সবই ছিল তাঁর ছোট্ট দোকানে৷
ভবন ধসে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সহায়তা
বৈশাখি আড্ডা থেকে সাভারে ভবন ধসে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহ করা হয়৷ এই অনুষ্ঠানে লটারির মাধ্যমে এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত অর্থ চ্যানেল আইয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে সাভার ভবন ধসে ক্ষতিগ্রস্তদের কাছে৷ আয়োজকরা জানিয়েছেন এই তথ্য৷