1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেডারেশনের বিরুদ্ধে জাতীয় নারী দলের মামলা!

২২ ফেব্রুয়ারি ২০২০

মার্কিন সকার ফেডারেশনের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির জাতীয় নারী দল৷ লিঙ্গ বৈষম্যের অভিযোগ এনে সাড়ে ছয় কোটি ডলারেরও বেশি ক্ষতিপূরণ চেয়েছেন তারা৷

https://p.dw.com/p/3YB6X
ছবি: Imago images/Icon SMI/J. Weiser

নারী ফুটবলারদের দাবি, পুরুষ ফুটবলারদের তাদের চেয়ে অনেক বেশি বেতন দেয়া হয়৷ এর পক্ষে নানা কাগজপত্র লস এঞ্জেলেস ডিস্ট্রিক্ট কোর্টে জমা দিয়েছেন তারা৷ আবেদন জানিয়েছেন কাগজপত্র বিবেচনা করে যাতে পূর্ণ শুনানি ছাড়াই তাদের এ ক্ষতিপূরণ দেয়া হয়৷

অন্যদিকে, সকার ফেডারেশনের দাবি পুরুষ ও নারী ফুটবলারদের সমান বেতন দেয়া হয়৷ প্রতিষ্ঠানটি বলছে, নারী ফুটবলারদের সঙ্গে সবশেষ সমঝোতা অনুযায়ী তাদের বরং পুরুষদের চেয়ে বেশি সুবিধাই দেয়া হয়৷ এসব সুবিধার মধ্যে রয়েছে সুনির্দিষ্ট বার্ষিক বেতন, স্বাস্থ্য ও দন্ত বিমা, শিশুসেবা বিমা, জরুরি মাতৃত্বকালীন ছুটিসহ আরো নানা কিছু৷ এছাড়া তাদের বেশ কয়েকটি বোনাস এবং অবসর ভাতা দেয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছিল বলে জানিয়েছে ফেডারেশন৷

USA Frauen-Fussball l Amerikanische Frauen fordern mehr als 66 Millionen Dollar Schadenersatz vom US-Fußball
সম্প্রতি কনকাকাফ অলিম্পিক বাছাইয়ে শিরোপা অর্জন করে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলছবি: Getty Images/J. Kamin-Oncea

এসব যুক্তি তুলে ধরে মামলা খারিজ করে দেয়ার আবেদন জানিয়েছে মার্কিন সকার ফেডারেশন৷

এদিকে, নারী ফুটবলারদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে দেশটির পুরুষ জাতীয় দল৷ গত সপ্তাহে দেয়া এ বিবৃতিতে নারীদের বেতন অন্তত তিনগুণ করার আহ্বান জানানো হয়৷

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নারীদের ২০১৭-২০২১ যে চুক্তি হয়েছে, তা পুরুষদের ২০১১-২০১৮ চুক্তির চেয়েও খারাপ৷ কর্মস্থলের পরিবেশ এবং বেতন নিয়ে ফেডারেশন নারীদের প্রতি বৈষম্য করেই চলেছে৷''

আদালত দু পক্ষকে আলোচনায় বসায় কথা বলেছে৷ তবে নিজেদের মধ্যে মীমাংসা না করতে পারলে ৫ মে থেকে এ মামলার শুনানি শুরু হবে বলেও জানিয়েছে লস এঞ্জেলেস ডিস্ট্রিক্ট কোর্ট৷

মূলত গত বছরের মার্চে প্রথম বৈষম্যের ক্ষতিপূরণ চেয়ে আদালতে যান মার্কিন নারী জাতীয় দলের ফুটবলাররা৷ সে বছরই জুলাইয়ে নারী বিশ্বকাপে চ্য়াম্পিয়নও হন তারা৷

এডিকে/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য