1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল বিশ্বকাপের দিন গণনা শুরু ব্রাজিলে

১৭ সেপ্টেম্বর ২০১১

আগামী বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে ব্রাজিলে৷ আর তারই কাউন্ট ডাউন মানে দিন গণনা শুরু করলো দেশটি৷ তবে এর মাঝেও শোনা যাচ্ছে প্রস্তুতি নিয়ে শঙ্কার কথা৷

https://p.dw.com/p/12bF1
ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রুসেফছবি: dapd

শনিবার ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রুসেফ আনুষ্ঠানিকভাবে শুরু করলেন কাউন্ট ডাউনের অনুষ্ঠান৷ মানে আজ থেকে ঠিক এক হাজার দিন পর ব্রাজিলে পরবর্তী বিশ্বকাপের পর্দা উঠবে৷ এই সময় ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ফুটবল কিংবদন্তী পেলে৷ আগামী বিশ্বকাপের দূত হিসেবে নিজ দেশের এই ফুটবল তারকাকে নির্বাচন করেছে ব্রাজিলের কর্তৃপক্ষ৷

তবে দিন গণনা শুরুর এই দিনেও ফিফার পক্ষ থেকে প্রস্তুতি নিয়ে তাদের সন্দেহের কথা জানানো হয়েছে৷ ফিফার সেক্রেটারি জেনারেল জেরোম ভ্যালকে এক সাক্ষাৎকারে বলেন, ‘‘সত্যি বলতে কি, আগামী এক হাজার দিনের সময়সীমাকে সামনে রাখলে বলতে হয়, এখনও বহু কাজ বাকি৷ এখন দরকার দ্রুত কাজ করে যাওয়া এবং কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গতি রেখে ভেন্যুগুলোকে প্রস্তুত করে তোলা৷ আমরা কেবল স্টেডিয়ামগুলোর কথা বলছি না এর পাশাপাশি আরও অনেক অবকাঠামোগত বিষয় রয়েছে৷ যেমন বিমান বন্দর, পরিবহন ব্যবস্থা এবং যেসব দল ও দর্শক আসবে তাদের জন্য উপযুক্ত আবাসন সুবিধা গড়ে তোলা৷''

NO FLASH Brasilien Fußball WM 2014 Mineirao Stadion
প্রস্তুতি নিয়ে রয়ে গেছে সন্দেহছবি: picture alliance / Agencia Estado

ব্রাজিলের একটি পত্রিকা জানিয়েছে, আগামী ২০১৪ সালের মধ্যে ব্রাজিলকে অন্তত ৫২টি বড় বড় কাজ সম্পন্ন করতে হবে৷ এর মধ্যে রয়েছে ১২টি স্টেডিয়ামের কাজ, যেগুলোর মধ্যে নয়টি স্টেডিয়ামকে পুরোপুরি সংস্কার করতে হবে৷ এছাড়া বেশ কিছু আইনী বাধাও দূর করতে হবে৷ এর বাইরেও রয়েছে ১৩টি বিমান বন্দর সংস্কারের কাজ৷ কিন্তু এখনও পর্যন্ত পাচটি বিমান বন্দর সম্প্রসারনের কাজ শুরুই করতে পারেনি ব্রাজিল সরকার৷

তবে সরকারের পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হয়েছে যে তারা আগামী বছর শেষ হওয়ার আগেই এই কাজ শেষ করতে পারবে৷ বিশ্বকাপ ফুটবলের জন্য ব্রাজিলকে আগামী দুই বছরে ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে বলে জানা গেছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক