ফুটবলাররাও ফ্যাশন তারকা
২৭ জুন ২০১৪বিমানবন্দর, অনুশীলন কেন্দ্র, সংবাদ সম্মেলন – যেখানেই তাঁদের দেখা যাক না কেন, বিনা প্রস্তুতিতে তাঁদের প্রকাশ্যে আনা হয় না৷ কী পরবেন, কেমন দেখতে লাগবে, সবই আগে থেকে স্থির করা থাকে৷
পর্তুগালের তারকা ক্যাপ্টেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথাই ধরা যাক৷ গত রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে খেলতে সবে তিনি ড্রেসিং রুম থেকে বেরিয়েছেন৷ সবার নজর পড়লো চুলের দিকে৷ মাথার একদিকে তাকালে মনে হচ্ছে যেন বিদ্যুতের চমক খোদাই করা রয়েছে চুলের মধ্যে৷ এমন চমক নকল করার ‘ট্রেন্ড' কি আর থামানো যায়!
খেলার মাঠের বাইরেও খেলোয়াড়রা চমক সৃষ্টি করায় পিছিয়ে নেই৷ ‘ভোগ' পত্রিকার স্প্যানিশ সংস্করণে রোনাল্ডো তাঁর বান্ধবীর সঙ্গে নগ্ন হয়ে ‘পোজ' দিয়েছেন৷ একই পত্রিকার ব্রাজিলের সংস্করণে তারকা নেইমারকে তাঁর বান্ধবীর সঙ্গে দেখা গেছে৷
বিভিন্ন ব্র্যান্ড-এর পোশাক পরিচ্ছদও খেলোয়াড়দের আকর্ষণের অন্যতম কারণ৷ বিমান থেকে বেরোনার সময় তাঁদের অনেককে স্যুট-টাই পরে দেখা যাচ্ছে৷ সেই ছবিকে দিব্যি বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করছে ব্র্যান্ডগুলি৷ ইংল্যান্ড টিম-এর জন্য এবার এমন সব পোশাক সরবরাহ করেছিলো মার্কস অ্যান্ড স্পেনসার কোম্পানি৷ তাদের স্যুটের দাম ১৯৯ পাউন্ড৷ সেই পোশাক পরার জন্য খেলোয়াড়দের পারিশ্রমিক সপ্তাহে ১ লাখ পাউন্ড! স্যুটের প্রতিযোগিতায় ফ্যাশন-দুরস্ত ইটালিও পিছিয়ে নেই৷ সেই ২০০৬ সাল থেকে ইটালির জাতীয় দলের খেলোয়াড়রা পরে আসছেন ‘দলচে ও গাবানা'-র স্যুট৷ জার্মান দলের জাতীয় লাক্সারি ব্র্যান্ড ‘হুগো বস'৷ স্পেন দলের স্যুট তৈরি করে ‘পেদ্রো দেল ইয়েরো'৷ শুধু পোশাক নয়, হেয়ার জেল থেকে শুরু করে হাতঘড়ি, অন্তর্বাস – কী না নেই খেলোয়াড়দের ফ্যাশন তালিকায়!
এসবি/ডিজি (এএফপি, এপি)