ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুশিয়ারি
১৪ সেপ্টেম্বর ২০১১জানা গেছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে আবেদনপত্র জমা দেবেন৷ এরপর সেটা পরীক্ষা-নিরীক্ষার জন্য চলে যাবে নিরাপত্তা পরিষদে৷
তবে ইতিমধ্যে আবেদনের পক্ষে সমর্থন জোগাতে তৎপরতা শুরু করেছে ফিলিস্তিন৷ আরব লিগের পক্ষ থেকেও আবেদনের পক্ষে সমর্থনের জন্য তদবির শুরু হয়েছে৷ এজন্য গঠন করা হয়েছে একটি প্যানেল৷
এদিকে মধ্যপ্রাচ্যের নতুন নেতা হিসেবে আবির্ভূত তুরস্কের প্রেসিডেন্ট রেচিপ তাইয়েপ এর্দোয়ান বলেছেন যে, ফিলিস্তিনের সদস্যপদ পাওয়াটা কোনো ‘অপশন' নয় বরং এটা হতেই হবে৷ মিশরে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে তিনি বলেন, সময় এসেছে জাতিসংঘে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর৷
তবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে, তারা ফিলিস্তিনের আবেদনে ভেটো দেবে৷ আর রাশিয়া বলেছে তারা সমর্থন করবে৷ তবে ইউরোপীয় ইউনিয়ন কী করবে সেটা এখনো নিশ্চিত নয়৷ আজই ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন বিষয়টি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করছেন৷ ইতিমধ্যে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন৷
এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগডোর লিবারম্যান বলেছেন ফিলিস্তিন যদি তার আবেদন নিয়ে এগিয়ে যায় তাহলে এর পরিণতি হবে কঠোর৷ তবে সেটা কী হতে পারে সে ব্যাপারে কিছু বলেন নি তিনি৷ তবে এর আগে লিবারম্যান ফিলিস্তিনি প্রশাসনের সঙ্গে সব ধরনের সম্পোর্কচ্ছেদের কথা বলেছিলেন৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ