1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিপাইন্সের পোষা প্রাণীদের জন্য আশীর্বাদ

৬ অক্টোবর ২০২০

আন্তর্জাতিক প্রাণী দিবসটা একটু আলাদাভাবেই পালন করেন ফিলিপাইন্সের পোষা প্রাণীর মালিকরা৷ তবে করোনার কারণে এবার আয়োজনটি ছিল ব্যতিক্রমী৷

https://p.dw.com/p/3jUAD
ছবি: Eloisa Lopez/Reuters

একদিকে বিশ্ব প্রাণী দিবস, অন্যদিকে অ্যাসিসির পশুপ্রেমী সেইন্ট ফ্রান্সিসের ভোজসভা৷ ম্যানিলার বাসিন্দারা এদিন তাদের পোষা প্রাণীদের নিয়ে বের হন যাজকদের আশীর্বাদ নিতে৷

গত রোববারও বেরিয়েছিলেন তারা প্রিয় কুকুর, বিড়াল কিংবা পাখিদের সঙ্গে করে৷ তবে প্রাণীরা ছিল মালিকদের গাড়ির ভিতরে৷ ক্যাথলিক যাজকরা বাইরে দাঁড়িয়ে তাদের আশীর্বাদ করেছেন৷ দূর থেকে গায়ে ছিটিয়ে দিয়েছে পবিত্র পানি৷ করোনার কারণেই ছিল এমন সতর্কতা৷

আয়োজকদের একজন রিচি পাসকুয়েল বলেছেন, ‘‘আমাদেরকে এবার ‘নিউ নর্মাল’- এর সঙ্গে মানিয়ে নিতে হয়েছে৷ তবে মহামারি প্রাণীদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন থেকে কখনো বিচ্যুত করতে পারে না৷’’

যা কিছুই ঘটুক এ দিন প্রাণীদের আশীর্বাদধন্য না করার বিষয়টি ভাবতে পারেন না সেখানকার অনেকেই৷ যেমন আর্লেনে প্যাড্রোন৷ ‘‘বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা, পোষা প্রাণীরা আমাদের পরিবারেরই সদস্য,’’ গাড়ি নিয়ে যাজকের আশীর্বাদ জলের অপেক্ষারত অবস্থায় বলছিলেন তিনি৷ এর মাধ্যমে প্রাণীদের সুস্বাস্থ্য নিশ্চিত হবে এমনটাই তাদের বিশ্বাস৷

বর্তমানে ফিলিপাইন্সে তিন লাখ ২২ হাজার কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ৷

এফএস/এসিবি (রয়টার্স)

১০ জুলাইয়ের ছবিঘরটি দেখুন...