1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিতুরস্ক

ফিনল্যান্ড, সুইডেনের ন্যাটোতে যোগের আলোচনায় তুরস্কের বাধা

১৯ মে ২০২২

ফিনল্যান্ড ও সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করার কয়েক ঘণ্টার মধ্যে তুরস্ক এতে আপত্তি জানায় বলে নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক ডয়চে ভেলেকে জানিয়েছেন৷

https://p.dw.com/p/4BWnk
ফিনল্যান্ড ও সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করেছেছবি: Johanna Geron/AP Photo/picture alliance

বুধবার ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেয়ার আবেদন করে৷ এই আবেদন সফল করতে ন্যাটোর সব সদস্যের অনুমোদন প্রয়োজন৷

ডয়চে ভেলের সাংবাদিক টেরি শুলৎসকে ঐ কূটনীতিক জানান, তুরস্ক এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে৷

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান ইতিমধ্যে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোয় যোগদান নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন৷ তুরস্ক জানিয়েছে, এই দেশ দুটি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং সিরিয়ান পিপলস ডিফেন্স ইউনিট (ওয়াইপিজে) কে সাহায্য করছে৷ এই দুই সংস্থাকে তুরস্ক সন্ত্রাসী দল মনে করে৷ ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র পিকেকে-কে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে৷

তুরস্ক বাদে ন্যাটোর বাকি সব সদস্য ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্যপদ নিয়ে আলোচনা শুরুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে৷ সদস্য রাষ্ট্রগুলো এই তিন দেশের মধ্যে সমস্যা সমাধানের আশায় আছে৷ তারা আশা করছে জুনের শেষে মাদ্রিদ শীর্ষ সম্মেলনের সময় হেলসিঙ্কি ও স্টকহোম ন্যাটোর পর্যবেক্ষক হিসেবে মর্যাদা পাবে৷ সেক্ষেত্রে দেশ দুটি ভবিষ্যতে ন্যাটোর বৈঠকগুলোতে উপস্থিত থাকতে পারবে৷

প্রতিবেদন: আলেক্স বেরি/এএস