1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফাতিমাদের স্বপ্নের কথা

আরাফাতুল ইসলাম৫ মে ২০১৬

ফাতিমার স্কুল জীবন এখনো শেষ হয়নি৷ এরইমধ্যে পৃথিবীর নির্মম কিছু বাস্তবতা দেখা হয়ে গেছে তার৷ দেশ ছেড়ে বহুদূরে এখন সে৷ কিভাবে কাটছে তার দিন?

https://p.dw.com/p/1IgrB
তুরস্কে অভিবাসী শিশু
ছবি: DW/D. Cupolo

ফাতিমাদের গল্প জানায় এক হ্যাশট্যাগ৷ ইংরেজিতে #আইএমএমাইগ্রেন্ট হ্যাশট্যাগের মাধ্যমে অভিবাসীদের সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ উদ্দেশ্য, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অভিবাসীদের নিজেদের কথা অন্যদের জানাতে উৎসাহ দেয়া৷

ফাতিমা এখন আছে বার্লিনে৷ ভালো আছে সে৷ কিভাবে? সেটা দেখে নিন এই ভিডিওতে:

আইএমএমাইগ্রেন্ট ডটঅর্গ প্রচারণার শুরু হয় গত ডিসেম্বরে, যখন শরণার্থী নিয়ে ইউরোপে ব্যাপক আলোচনা চলছিল৷ ইতোমধ্যে এই প্রচারণা ব্যাপক সাড়া জাগিয়েছে৷ অনেকেই টুইটারে শেয়ার করেছেন তাদের গল্প৷

আন্তর্জাতিক অভিবাসন অর্গানাইজেশন আইওএম সামাজিক যোগাযোগের মাধ্যমে অভিবাসী বিষয়ক এই প্রচারণা শুরু করে৷ পরবর্তীতে ফেসবুক জার্মানিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান সহায়তায় এগিয়ে আসে৷ ফেসবুক প্রচারণাটির জন্য বিজ্ঞাপনের জায়গা ছেড়ে দিয়েছে, যাতে করে অনেক মানুষকে তাতে সম্পৃক্ত করা যায়৷

#আইএমএমাইগ্রেন্ট প্রচারণা পৌঁছেছে বাংলাদেশেও৷ মুসলিমপ্রধান দেশটির অনেক নাগরিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেসহ ইউরোপ, অ্যামেরিকায় বসবাস করছেন৷ ফলে প্রচারণাটি সেদেশেও গুরুত্ব পাচ্ছে৷

উল্লেখ্য, সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে গত কয়েকমাসে অসংখ্য শরণার্থী ইউরোপে প্রবেশ করেছেন৷ এসময় অনেক সাগরে ডুবে মারাও গেছেন৷ সামাজিক যোগাযোগের মাধ্যম তাদের সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করেছে৷

বন্ধুরা, কেমন লাগলো ফাতিমার গল্প? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য