1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্মুলা ওয়ান

১৭ নভেম্বর ২০১২

পাঁচ বছর পরে আবার যুক্তরাষ্ট্রে ফর্মুলা ওয়ান মোটর দৌড় হচ্ছে৷ তাই আবার জার্মানির সেবাস্টিয়ান ফেটেলের সেই রেসে তৃতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা৷ এবং সম্ভাবনার সেখানেই শেষ নয়৷

https://p.dw.com/p/16kum
Red Bull driver Sebastian Vettel of Germany leaves from the pits during the first free practice session for the Formula One's U.S. Grand Prix at the Circuit of the Americas Friday, Nov. 16, 2012, in Austin, Texas. (Foto:David J. Phillip/AP/dapd)
ছবি: dapd

এফ ওয়ানের বাণিজ্যিক সর্বেসর্বা বার্নি একেলস্টোন ইতিমধ্যেই ডাক দিয়েছেন, মার্কিন মুলুকে একটা নয়, তিনটে ফর্মুলা ওয়ান রেস করার৷ বলতে কি, একেলস্টোন বলেছেন, ‘‘অ্যামেরিকা এতো বড় যে সেখানে পাঁচটা কি ছটা গ্রঁ প্রি হওয়াও সম্ভব৷ আমরা নিউ জার্সি, নিউ ইয়র্কে কিছু একটা শুরু করার কথা ভাবছি, সেখান থেকে অনেক অনুরোধ এসেছে৷ হয়তো লস এঞ্জেলেসেও ভবিষ্যতে কিছু একটা করা যেতে পারে৷ নিউ জার্সি যে পরিকল্পনা মতো ২০১৩'য় শুরু হতে পারবে না, সেটা দুঃখের কথা৷ তবে আমরা ২০১৪'য় আবার নিউ জার্সিতে রেস চালু করতে পারব বলে আশা করছি৷''

মার্কিন চক্কর

টেক্সাসের রাজধানী অস্টিনে এই দৌড় বাবদ সুদীর্ঘ পাঁচ বছর বাদে ইউএস গ্রঁ প্রি'র আবার পুনর্জন্ম হতে চলেছে৷ চল্লিশ কোটি ডলার ব্যয়ে তৈরি হয়েছে এই আনকোরা ‘‘সার্কিট অফ দ্য অ্যামেরিকাস''৷ এর আগে ফর্মুলা ওয়ান যেন মরশুমি পাখির মতো যুক্তরাষ্ট্রের সর্বত্র বাসা বাঁধার চেষ্টা করেছে: ফ্লরিডা, ক্যালিফর্নিয়ায় দু'বার, নিউ ইয়র্কে, অ্যারিজোনায়, টেক্সাসের ড্যালাসে ইতিমধ্যেই একবার, মিচিগানে, নেভাডায় এবং ইন্ডিয়ানায় - অর্থাৎ ইন্ডিয়ানাপোলিসে৷ অস্টিন হল দশম স্থান৷

কিন্তু এই অস্টিনই আবার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ফর্মুলা ওয়ান সার্কিট, যেটা প্রাথমিকভাবে এফ ওয়ানের জন্যই তৈরি হয়েছে৷ এছাড়া ফর্মুলা ওয়ানের সঙ্গে অস্টিনের চুক্তি দশ বছরের৷ কাজেই ফর্মুলা ওয়ানের উন্মাদনা সারা দেশে ছড়িয়ে দেবার কাজটাও চলবে এই অস্টিন থেকে৷

Lotus F1 Formula One driver Kimi Raikkonen of Finland celebrates after winning the Abu Dhabi F1 Grand Prix at the Yas Marina circuit on Yas Island November 4, 2012. REUTERS/Suhaib Salem (UNITED ARAB EMIRATES - Tags: SPORT MOTORSPORT)
ছবি: Reuters

ফেরারি কি মার্সিডিজ, যুক্তরাষ্ট্রে সকলেরই ব্যবসা

ফর্মুলা ওয়ান টিমগুলির বস'রাও খুশি৷ ফেরারি দলের প্রধান স্তেফানো দমেনিকালি অস্টিন সম্পর্কে রিপোর্টারদের বলেছেন, ‘‘এখানে দীর্ঘকাল ধরে থাকাটা এবং এটাকে একটা সূচনা বলে ভাবাটা অতি আবশ্যক৷ মার্কিন জনতাকে ফর্মুলা ওয়ান সম্পর্কে বোঝানোর দায়িত্বটা আমাদেরই৷ এই সপ্তাহান্তের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে, আমাদের মার্কিন বন্ধুরা যেন প্রতিদিন ফর্মুলা ওয়ান নিয়ে আলোড়ন করে৷''

দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে গোটা তিনেক রেসে ফেরারি, রেড বুল, মার্সিডিজ বেঞ্জ ইত্যাদি দলের কিছুমাত্র আপত্তি নেই, কেননা তাদের মতো অনেক কোম্পানির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রই হল বৃহত্তম বাজার৷ সেবাস্টিয়ান ফেটেলের দল রেড বুল'এর দলীয় প্রধান ক্রিস্টিয়ান হর্নার অস্টিনের রেস সম্পর্কে বলেছেন, ‘‘এটা আমাদের পক্ষে অতীব জরুরি৷ অ্যামেরিকা হল রেড বুলের বৃহত্তম বাজার৷''

আবার যুক্তরাষ্ট্রের বাজার, সে পণ্যেই হোক আর খেলাধুলাতেই হোক, অতিমাত্রায় প্রতিযোগিতামূলক৷ সেখানে নিজের জায়গা করে নিতে ফর্মুলা ওয়ানকে এই সপ্তাহান্তেই ন্যাসকার মোটর ব়্যালির সঙ্গে রেডিও-টেলিভিশনে পাল্লা দিতে হবে৷ আর ফর্মুলা ওয়ান যে মার্কিনিদের কাছে কতোটা অকিঞ্চিৎকর, প্রায় অজ্ঞাত, সেটা বার্নি এসেলস্টোন খুব ভালো করেই জানেন৷

বিমানবন্দরে নামার পর তিনি নাকি দেখেন যে, শুল্ক বিভাগের আধিকারিকটি ফর্মুলা ওয়ানের নামই শোনেনি!

এসি / এএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য