প্লাস্টিকের আবর্জনা দিয়ে ঘর
১৬ নভেম্বর ২০১৩বিজ্ঞাপন
কোম্পানির নাম কোয়াদ্রো ইকোলজিক্যাল সলিউশনস৷ এর প্রধান রামন মার্টিন এসোইনোসো বলেন প্লেটগুলো একসঙ্গে জোড়া লাগিয়ে বাড়ি নির্মাণ করা হয়৷ প্রায় দেড় টন প্লাস্টিক ময়লা দিয়ে ১৮ বর্গমিটারের একটি ঘর তৈরি করা যায়৷
প্লেট তৈরির জন্য কোম্পানির কর্মীরা আবর্জনার স্তূপ থেকে রিসাইকল করা যাবে এমন প্লাস্টিক খোঁজেন৷ এসোইনোসো বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য এমন পণ্য তৈরি করা, যেটা এখনকার দিনে খুবই জরুরি - অর্থাৎ ঘরবাড়ি৷ বিশেষ করে সমাজের দরিদ্র লোকেদের জন্য যাদের ভালভাবে বসবাস করার কোনো সুযোগ নেই৷''
৫৫ বর্গমিটারের একটি ঘর নির্মাণ করতে পাঁচ লক্ষ টাকার মতো খরচ হয়৷ অন্য কোনো উপায়ে যেটা তৈরিতে চারগুণ ব্যয় হত৷