প্রিয়জন আর ভিটা হারিয়ে বেদনার ইফতার গাজার এক পরিবারের
জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে বাস্তুচ্যুত গাজার লাখ লাখ মানুষ৷ হারিয়েছেন প্রিয়জন৷ রমজানের প্রথম ইফতারে বসে ভেসে উঠে সেই হারানো মুখ৷
ভিটা নেই
ইসরায়েলের হামলায় বাস্তুচ্যুত হয়েছেন গাজার প্রায় ২০ লাখ মানুষ৷ ভিটা হারিয়ে তাঁবুতেই দিন কাটছে তাদের অনেকের৷ রমজানের প্রস্তুতিও সারতে হচ্ছে এভাবেই৷ ছবিতে পুরনো জেরুজালেমের দামেস্ক গেটের সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে৷
তাঁবু সাজানোর চেষ্টা
যুদ্ধে স্বামীকে হারিয়েছেন ৩৩ বছরের রান্দা বাকের৷ সন্তানদের নিয়ে শরণার্থী তাঁবুতে অবস্থান করছেন তিনি৷ রমজানের প্রথম দিনে নিজেদের ঐতিহ্য অনুযায়ী তাঁবু সাজাচ্ছেন বাকের৷
ইফতারের প্রস্তুতি
স্বজন হারিয়ে বেদনায় বিধুর হলেও জীবন তো আর থেমে থাকে না৷ রমজানের প্রথম দিনে মায়ের সাথে ইফতার তৈরি করছেন বাকের (ছবিতে ডানে)৷
মনে পড়ে স্বামীর মুখ
সন্তানদের নিয়ে রমজানের ইফতারে বসেছেন বাকের৷ চলতি বছরের ইফতারে নেই তার প্রিয় স্বামী৷ জানালেন, ‘‘চলতি বছরের রমজান হলো ক্ষুধার, বেদনার আর হারানোর৷ (ইফতারের) টেবিলে যাদের থাকার কথা ছিল তারা নেই৷’’
শিশুদের আনন্দ
কয়েক মাস ধরে যুদ্ধ চলছে৷ মারা গেছেন অনেকেই৷ লাখ লাখ মানুষ ভিটে হারা৷ গাজাবাসীর কাছে এ যেন এক অচেনা সময়৷ এসবের মাঝেও রমজান উদযাপনে নেমে এসেছে সেখানকার শিশু-কিশোরেরা৷ রমজার উপলক্ষ্যে রাফার একটি যুদ্ধবিধ্বস্ত ভবনের সামনে আতশবাজি পোড়াচ্ছে এক কিশোর৷