নেপালে ভূমিকম্প
২৭ এপ্রিল ২০১৫বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রায় দশ লক্ষ অধিবাসীর শহর কাঠমান্ডু ছেড়ে যাচ্ছে হাজার হাজার মানুষ৷ এদের অনেককে বাচ্চা কোলে নিয়ে শহর ছাড়ার বাসে উঠতে দেখা গেছে৷ ট্রাক ও বেসরকারি গাড়িতে করেও মানুষ কাঠমান্ডু ছাড়ছে৷
শনিবারের ভূমিকম্পের পর রবিবার আরও দুটি শক্তিশালী কম্পন অনুভূত হওয়ায় নেপালের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ তাই তাঁরা শহর ছেড়ে সমতলের দিকে ছুটছেন৷ ভূমিকম্পে এখন পর্যন্ত সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে নেপালের সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম৷ এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ ইউনিসেফ জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ১০ লক্ষ শিশু ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত' হয়েছে৷
এদিকে, সায়েন্স জার্নাল নেচার-এ প্রকাশিত এক প্রবন্ধে আগামী এক মাসের মধ্যে নেপালে আরও ৩০টি শক্তিশালী কম্পন (তীব্রতা ৫ মাত্রার বেশি) অনুভূত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷
পানি ও খাবারের অভাব
উদ্ধার তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট নেপালের কর্মকর্তারা বলছেন এই মুহূর্তে সেখানে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা লক্ষ্মীপ্রসাদ ধাকাল বলছেন, ‘‘কোথাও বিদ্যুৎ নেই, পানি নেই৷ আমাদের এখনকার বড় চ্যালেঞ্জ হলো বিদ্যুৎ ও পানি সরবরাহ ফিরিয়ে আনা৷''
আন্তর্জাতিক সহায়তা নিয়ে বেশ কয়েকটি বিমান রবিবার কাঠমান্ডু বিমানবন্দরে নামতে চেয়েও কম্পনের কারণে পারেনি বলে জানা গেছে৷
উদ্ধারকাজ
ভূমিকম্পের পর থেকেই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে৷ কিন্তু কিছুক্ষণ পরপর ঘটে যাওয়া ছোট-বড় কম্পনের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে৷ পাহাড় ধসে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় অনেক এলাকায় পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা৷
উদ্ধারকাজে সহায়তা করতে ভারত ও চীন থেকে একটি করে প্রতিনিধিদল ইতিমধ্যে নেপাল পৌঁছেছে৷ বাংলাদেশ থেকেও নেপালে উদ্ধারকারী দল পাঠানো হবে বলে জানিয়েছে সরকার৷ এদিকে, ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতায় বিশেষজ্ঞ জার্মানির সংস্থা আইএসএআর এর ৫২ সদস্যের একটি দল নেপালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে৷ জার্মান রেড ক্রস জানিয়েছে ত্রাণ নিয়ে একটি বিমান সোমবার বিকেলে নেপাল যাত্রা শুরু করবে৷
এছাড়া পাকিস্তান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও নিউজিল্যান্ডও উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে৷
পানি বিশুদ্ধকরণ, চিকিৎসা, জরুরি আশ্রয় ও টেলিযোগাযোগ সংযোগ পুনরুদ্ধার খাতে সহায়তা হিসেবে ইউরোপীয় কমিশন ইতিমধ্যে তিন মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে৷ এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) তাঁবু স্থাপন, জরুরি চিকিৎসা সহায়তা, খাদ্য ও বিশুদ্ধ পানি খাতে খরচ করতে তিন মিলিয়ন ডলার ছাড় করেছে৷ এছাড়া পুনর্বাসন কাজে সহায়তা হিসেবে প্রথন পর্যায়ে ২০০ মিলিয়ন পর্যন্ত সহায়তা দেয়ার অঙ্গীকার করেছে এডিবি৷
চিকিৎসা তৎপরতা
আহতের সংখ্যা অনেক বেশি হওয়ায় হাসপাতালগুলোতে সবাইকে স্থান দেয়া যাচ্ছে না৷ তাই আহতদের অনেককে খোলা আকাশের নীচে অবস্থান করতে হচ্ছে৷ কাঠমান্ডু মেডিকেল কলেজের বাইরে স্থাপিত একটি তাঁবুতে অপারেশন থিয়েটার স্থাপন করা হয়েছে৷
আহতদের চিকিৎসা সেবা দিতে বিভিন্ন দেশ নেপালে চিকিৎসকদের দলও পাঠাচ্ছে৷ বাংলাদেশ থেকে ছয়টি চিকিৎসা দল রবিবার রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে বলে জানা গেছে৷ এছাড়া প্রয়োজনীয় ত্রাণসামগ্রীও পাঠিয়েছে বাংলাদেশ৷
এভারেস্ট বেসক্যাম্পে মৃত্যু
ভূমিকম্পের কারণে তুষারধস হয়ে এভারেস্টের বেসক্যাম্পে থাকা ১৭ জন নিহত হয়েছেন৷ সোমবার আবহাওয়া অনুকূলে থাকায় বেসক্যাম্পে থাকা বাকিদের হেলিকপ্টারে করে নীচে নামিয়ে আনা হচ্ছে৷
১৯৩৪ সালের পর
ইতিহাস বলছে নেপালে সবশেষ ১৯৩৪ সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল৷ সেই সময় প্রায় সাড়ে আট হাজার মানুষের মৃত্যু হয়েছিল৷
জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)