প্রাণীরা যখন ফ্যাশনের প্রতীক
২১ জুন ২০১৮বড় বড় চোখ, তার ওপর ঝাঁকড়া চুল – এই প্রাণীর নাম আলপাকা! আসলে এক ধরনের উট৷ আপাতত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের ভীষণ কদর৷ আলপাকা নাকি ২০১৮ সালের ‘ট্রেন্ড’ হতে চলেছে৷
ফ্যাশন, ট্রেন্ড আর ব্র্যান্ডিং বিশেষজ্ঞ টোমাস নয়েবনার বলেন, ‘‘আলপাকাদের দেখতে এমন যে, গোড়া থেকেই মানুষজনের তাদের ভালো লাগে৷ বড় বড়, গোল চোখ, বিটলেদের মতো চুল, কোনো পণ্যের বিজ্ঞাপনের জন্য আঁকার সময় একটু বাড়িয়ে নেওয়া যায়৷ এছাড়া আলপাকাদের আরো একটা বৈশিষ্ট্য হল, ওরা বেশ ত্যাঁদড়, কারো পরোয়া করে না৷ কাছে যাবার সময় লোকে ভাবে, ‘বাঃ, কী মিষ্টি দেখতে!' কিন্তু ঘটে ঠিক তার উলটো: হয় কামড়াতে আসে, নয়তো থুথু ছেটায়৷’’
সোশ্যাল নেটওয়ার্কে আলপাকাকে বিশেষ করে কেক তৈরির ডেকরেশন হিসেবে পাওয়া যাবে, ডু-ইট-ইয়োরসেল্ফ পাতাগুলোয় আলপাকার ছড়াছড়ি৷ উলকি হিসেবেও আলপাকা খুব জনপ্রিয়৷ তবে যারা আরো এক ধাপ এগোতে চান, তারা নিজের বিয়ের জন্য আলপাকা ভাড়া করতে পারেন৷
কাজেই আলপাকা ধীরে ধীরে ট্রেন্ড হয়ে উঠছে৷ কিন্তু একটি জীব ট্রেন্ড হয় কেন ও কীভাবে? টোমাস নয়েবনার বলেন, ‘‘কোনো জীবজন্তু যে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, তা বোঝা যায় এ থেকে যে, তাকে সোশ্যাল মিডিয়ার সর্বত্র দেখা যায়৷ বিজ্ঞাপন কোম্পানিগুলো তা দেখে জীবটিকে তাদের নানা পণ্যের মার্কেটিং-এর জন্য ব্যবহার করতে শুরু করে৷’’
ফ্যাশনেবল জীব
আলপাকার আগেও অনেক জীব ফ্যাশনেবল হয়েছে এবং বিদায় নিয়েছে৷ গত বছর যেমন ইউনিকর্ন বা একশৃঙ্গ যাবতীয় পণ্যের উপর ডেকরেশেন হিসেবে শোভা পাচ্ছিল৷ তার বছর দু'য়েক আগে ফ্যাশনেবল ছিল প্যাঁচা৷ ফ্লেমিঙ্গো পাখির বাজার যেমন আগেও ছিল, এখনও আছে৷
এ বছর যে আলপাকার চাহিদা বাড়ছে, তা ড্যুসেলডর্ফে আলপাকার স্টলটি দেখলেই বোঝা যায়৷ আগ্রহীরা এখানে আলপাকা সম্পর্কে অনেক কিছু জানতে পারেন৷ আলপাকাটিকে লাগাম পরিয়ে এক চক্কর হেঁটেও আসতে পারেন – তার মধ্যেই তারা আলপাকার ফ্যান হয়ে যাবেন৷ কেউ বলেন, ‘‘ওরা এতো মিষ্টি, এতো নরম, এতো ভালো৷ ওদের সাথে হাঁটতে যাওয়াটা খুব সহজ, খুব আরামের৷ ওদের দেখলেই সেটা বোঝা যায়৷’’ অনেকে মনে করেন, ‘‘আজকাল সোশ্যাল মিডিয়ায় এতো বেশি আলপাকা দেখা যায় – আমার ওদের চিরকালই খুব মিষ্টি বলে মনে হয়৷ এছাড়া আলপাকাদের নাচ নিয়ে ভিডিওটা আছে, ওটা সত্যিই খুব মিষ্টি৷’’ কেউ বলেন, ‘‘আমার ওদের খুব রিল্যাক্সিং লাগে, কেননা ওদের সবসময়ে দেখা যায় না৷ এছাড়া ওদের কুকুর, বেড়াল কিংবা ইঁদুরের চেয়ে অন্যরকম দেখতে৷ বড় বড় চোখ আর দাঁত নিয়ে ওদের সবসময় এতো মিষ্টি আর সহজ-সরল লাগে!’’
আলপাকাদের আদি নিবাস দক্ষিণ অ্যামেরিকার আন্দেস পর্বতাঞ্চলে৷ ওদের এক আত্মীয় হল লামা, যদিও তারা আলপাকাদের চেয়ে বড় এবং ভারী৷ দু'টি জীবকেই ঐ এলাকার আদিম উপজাতিক বাসিন্দারা পোষ মানিয়েছে: লামাকে ব্যবহার করা হত মাল টানার জন্য; আলপাকা পালা হতো তার নরম পশমের জন্য৷
কাজেই আন্দেস পর্বতমালা থেকে ট্রেন্ড ফেয়ার – সর্বত্র আলপাকার অগ্রগতি৷ কিন্তু এই ট্রেন্ড কি বজায় থাকবে? নাকি ইতিমধ্যেই অন্য কোনো জীব ফ্যাশনেবল হতে শুরু করেছে – যেমন দক্ষিণ অ্যামেরিকার স্লথ নামের অতি শ্লথগতির প্রাণীটি?
অ্যালিস কোন/এসি