1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাগৈতিহাসিক মানব বর্শা, ছুরি বানাতে জানতো

৩১ অক্টোবর ২০১০

তবে এতোদিন যা ভাবা গেছিল, সেরকম মাত্র পঁচিশ হাজার বছর আগে নয়, বরং পঁচাত্তর হাজার বছর আগে! দক্ষিণ আফ্রিকার একটি গুহা থেকে এই আশ্চর্য তথ্যটি আবিষ্কৃত হয়েছে৷

https://p.dw.com/p/PumN
মানব থেকে মানুষ হওয়ার পথেছবি: picture-alliance/ dpa

পদ্ধতিটিকে ইংরিজিতে বলে ‘প্রেসার ফ্লেকিং'৷ বেশ শক্ত কাজ, এবং সযত্নে করতে হয়৷ এই পদ্ধতিতে পাথর থেকে শিকারের অস্ত্র তৈরি করা যায়৷ অস্ত্রগুলির আগা খুবই সরু এবং তীক্ষ্ণ৷ দক্ষিণ আফ্রিকার ব্লম্বস গুহায় মধ্য-প্রস্তরযুগ থেকে যে সব উপাদান পাওয়া গেছে, তা'তে প্রমাণ হয় যে, শারীরিক দিক থেকে আমাদের সগোত্রীয় মানবরা দানাদার সিলিকা গরম করে তা দিয়ে অস্ত্র বানাতে জানতো৷

প্রেসার ফ্লেকিং পদ্ধতিতে প্রথমে শক্ত পাথরের হাতুড়ি এবং পরে কাঠ কি হাড়ের হাতুড়ি দিয়ে পিটে তৈরী অস্ত্রগুলোকে আরো ধারাল করার জন্য হাড়ের তৈরি একটি যন্ত্রকে ঐ পাথরের উপর চিপে ধরা হয়৷ এ' কাজের জন্য হাতে জোর থাকা চাই৷ এবং প্রেসার ফ্লেকিং'এর ফলে অস্ত্রকে যে ধরণের আকার দেওয়া যায়, যতোটা সরু করা যায়, শুধু হাতুড়ি পিটে তা করা সম্ভব নয়৷

ব্লম্বস গুহায় এই আবিষ্কারের আগে এ'ধরণের কাজের পরিচয় পাওয়া গিয়েছে ফ্রান্স এবং স্পেন থেকে৷ কিন্তু সে সব নমুনার বয়স মাত্র বিশ হাজার বছর৷ এখন ভাবা হচ্ছে যে, এই প্রেসার ফ্লেকিং'এর পদ্ধতি আফ্রিকাতেই আবিষ্কৃত হয়, এবং পরে ইউরোপ, অস্ট্রেলিয়া এবং উত্তর আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে৷ এমনকি আফ্রিকা থেকে ৬০,০০০ বছর আগে যে মানবগোষ্ঠী দেশান্তরী হয়, তারা হয়তো এই নতুন প্রযুক্তির কল্যাণেই বিশ্বজয় করতে সমর্থ হয়৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়