প্রমীলা বিশ্বকাপ: কোয়ার্টার-ফাইনালেই ব্রাজিল-যুক্তরাষ্ট্র সংঘর্ষ
৭ জুলাই ২০১১দু'টি গোলই করেন বিশ বছর বয়সী কায়া সাইমন৷ এবং তাও নরওয়ে প্রথম গোল করার পরে৷ এখন প্রশ্ন হল, এই অঘটন ঘটল কী করে? উত্তরটা দ্বিবিধ৷ প্রথমত অস্ট্রেলিয়ার এবছরের স্কোয়াডে যারা খেলছে, তাদের মধ্যে ১৩ জন এই প্রথমবার টিমে৷ তাদের গড় বয়স ২২৷ গোটা দলের অর্ধেক সদস্যের বয়স ২০ কিংবা তার নীচে৷ তবে কি শুধু তারুণ্যের জয়?
শুধু তাই নয়৷ প্লেয়ার অফ দ্য ম্যাচ সাইমন স্বয়ং বলেছেন, এবছর এশিয়ান কাপ জেতার ফলেই যেন দুয়ার খুলে যায়৷ অস্ট্রেলিয়ার কোচ টম সেরমান্নি'ও বলেছেন, অস্ট্রেলিয়া ২০০৬ সালে এশিয়ান ফেডারেশনে যোগ দেওয়ার পর থেকেই মাটিল্ডাদের ভোল পাল্টে গেছে৷ এবং কপাল যখন খোলে, তখন ভালোভাবেই খোলে৷ তাই আগামী রবিবার মাটিল্ডাদের কোয়ার্টার-ফাইনালও হচ্ছে স্ক্যান্ডিনেভীয়দের, অর্থাৎ সুইডেনের সঙ্গে৷
অবশ্য সুইডেনও বুধবার অঘটন ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে এবং ‘সি' গ্রুপে প্রথম স্থান অধিকার করে৷ সুইডেনের মেয়েরা দেখিয়েছে তাদের অসম্ভব দম, দৌড়নোর ক্ষমতা এবং প্রস্তুতি, তাদের ‘রোবাস্টনেস', অর্থাৎ ধাক্কা খাবার এবং ধাক্কা দেবার ক্ষমতা৷ মার্কিন মেয়েরা যেন তাতেই কিছুটা হকচকিয়ে গিয়েছিল৷ হারার পরে সেরা মার্কিন ফরোয়ার্ড এ্যাবি ওয়ামবাখ বলেছেন, এতো শাপে বর৷ কোয়ার্টার-ফাইনালেই জার্মানির মুখোমুখি হতে হবে না৷
ব্রাজিল ইকোয়েটোরিয়াল গিনি'র বিরুদ্ধে প্রথমার্ধে যা খেলেছে, তাতে ভাষ্যকাররা ব্রাজিলের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছিলেন৷ দ্বিতীয়ার্ধে সেটা বদলে যায়, যখন এরিকা পেনাল্টি এলাকায় পাওয়া বল ডান পাঁ দিয়ে তুলে বাঁ পায়ের একটি পার্ফেক্ট ভলি'তে নেটে ঝুলিয়ে দেন৷ বোঝা যায়, তুণে এই ধরনের অস্ত্র আছে বলেই ব্রাজিল ব্রাজিল৷ পরের দু'টো গোল প্রমাণ করে বিশ্বের সেরা প্রমীলা ফুটবলার মার্টা'র পাশে ছায়ার মতো একটা ডিফেন্ডার সেঁটে রেখেও মার্টার ঝলসে ওঠা রোখা যায় না৷ পেনাল্টি এরিয়াতে মার্টা'র বাঁ পায়ের নীচু ক্রস'টা কনভার্ট করেন ক্রিস্টিয়ানে৷ পরে মার্টা'রই সুচতুরভাবে সংগৃহীত একটি পেনাল্টি থেকে ক্রিস্টিয়ানের দ্বিতীয় এবং ব্রাজিলের তৃতীয় গোল৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: সঞ্জীব বর্মন