অন্তর্বর্তী সরকার
৫ আগস্ট ২০১২তিনি মনে করেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের যে প্রস্তাব দিয়েছেন তার মধ্য দিয়েই রাজনৈতিক সমঝোতা হবে৷ এবং এই সমঝোতা খুব বেশি দূরে নয়৷ তবে তিনি মনে করেন, নির্বাচনকালীন সরকার যে রকমই হোক না কেন তার প্রধান যেন হন নির্দলীয় এবং নিরপেক্ষ৷
ব্যারিস্টার রফিক-উল হক মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট কেটে যাবে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের সময় যে অন্তর্বর্তী সরকারের প্রস্তাব দিয়েছেন তার মধ্যেই রয়েছে সমঝোতার সুবাতাস৷ তিনি বলেন, এখন বিএনপির উচিত প্রধানমন্ত্রীর প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখে সমঝোতার জন্য এগিয়ে যাওয়া৷
ব্যারিস্টার রফিক শনিবার সন্ধ্যায় ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, এখন যা দরকার তা হলো, অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা শুরু করা৷ এর রূপরেখা কেমন হবে, কার অংশগ্রহণ কেমন হবে, তা নিয়ে আলোচনা করতে হবে৷ তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান একজন নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তি হওয়াই ভাল৷
তিনি বলেন রাজনীতিতে সঙ্কট নিরসনের আভাস যখন দেখা গেছে তখন সবাইকেই কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে৷ বন্ধ করতে হবে ব্যক্তিগত আক্রমণ৷
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী নিজেই যদি অন্তর্বর্তী সরকারের প্রধান হন তাহলে তা আর নিরপেক্ষ থাকে না৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক