প্রথমবারের মত অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন কিম ক্লাইস্টার্স
২৯ জানুয়ারি ২০১১মেলবোর্নে চীনের উঠতি তারকা খেলোয়াড় লি না'কে ৩-৬, ৬-৩, ৬-৩'এ হারিয়ে দেন বেলজিয়ামের ২৭ বছর বয়সী তরুণী ও এক সন্তানের মা কিম৷ জয়ের পর তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী হিসেবে লি অত্যন্ত কঠিন৷ খেলার শুরুতে বেশ সাফল্যও দেখাচ্ছিলেন লি৷ ফলে কিম'কে কিছুটা কোণঠাসা হয়ে পড়তে হয়৷ কিন্তু দ্বিতীয় সেট থেকে পরিস্থিতি বদলাতে থাকে৷
ম্যাচের আগে কিম আচমকা দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন৷ তবে স্থানীয় এক দাঁতের ডাক্তার সমস্যার সমাধান করে দেন৷ ম্যাচের পর বল বয় থেকে শুরু করে দাঁতের ডাক্তার – সবাইকেই ধন্যবাদ জানান কিম৷ ২৮ বছর বয়স্ক লি অবশ্য কিছুটা মুষড়ে পড়েন৷ ৩রা ফেব্রুয়ারি চীনা ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হচ্ছে৷ তার আগে এমন পরাজয় কি আর সুখকর হতে পারে? তবে এই পরাজয়ের জন্য লি ঠাট্টা করে নিজের স্বামীকেই দোষ দিয়েছেন, যিনি আবার লি'র কোচও বটে৷ সারারাত ধরে তাঁর নাক ডাকার ফলে লি'র ঘুম হয় না৷ তারপর অবশ্য স্বামীর উদ্দেশ্যে বলেন, ‘তুমি মোটা, রোগা, কুৎসিত – যাই হও না কেন, আমি তোমাকে ভালবাসি৷'' লি সবাইকে চীনা নববর্ষের আগাম শুভেচ্ছা জানান৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: জাহিদুল হক