হ্যাট্রিকের আশা
৮ মে ২০১২এবারের ইউরো কাপে স্পেন যদি কাপ নিতে সক্ষম হয়, তাহলে স্পেন হবে ফুটবলের ইতিহাসে প্রথম দেশ যে পরপর তিনবার তিনটি মেজর টুর্নামেন্টে কাপ নিতে সক্ষম হল৷ ২০০৮ সালে প্রথমবারের মতো স্পেন ইউরো কাপ জিতে নেয়৷ এর ঠিক দু বছর পরই আসে বিশ্বকাপ ২০১০৷ সেই কাপটিও ঘরে তুলে নেয় স্পেন৷ চার বছরে দুটি কাপ৷ তবে পরপর দুবার কোন দেশই ইউরো কাপ পায়নি৷ স্পেন কী তা পারবে?
স্পেনের জাতীয় দলের কোচ ডেল বস্ক আত্নবিশ্বাসের সঙ্গেই জানিয়েছেন যে, তাঁর দল চুপচাপ বসে থাকবে না৷ রেয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার পরাজয়ের পর সবাই ভেঙ্গে পড়েছে কিন্তু এখন আবার মাথা উঁচু করে দাঁড়াবার সময়৷
এগিয়ে আসছে এবারের ইউরো কাপ৷ ইউক্রেন এবং পোল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে খেলা৷ স্বাগতিক দুটি দেশ৷ জুন মাসের ১০ তারিখে স্পেনের প্রথম ম্যাচ৷ অনুষ্ঠিত হচ্ছে পোল্যান্ডের ডান্সক শহরে৷ স্পেন এবং ইটালির মধ্যে প্রথম খেলা৷গ্রুপ সি-তে রয়েছে স্পেন, ইটালি, ক্রোয়েশিয়া এবং আয়ারল্যান্ড৷ অনেকেই মনে করছেন দ্বিতীয় রাউন্ডে যাওয়া স্পেনের জন্য কঠিন কিছু হবে না৷
তবে বসে নেই জার্মানিও৷ জুন মাসের নয় তারিখে জার্মানি খেলবে পর্তুগালের বিপক্ষে৷ খেলা হবে ইউক্রেনের ল্ভিভ শহরে৷
২০০৮ সালে জার্মানিকে হারিয়েছিল স্পেন৷ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ২০১০ সলের বিশ্বকাপে৷ জার্মানিকে পরপর দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বাড়ি পাঠিয়েছে স্পেন৷ ইউরো কাপের গ্রুপ বি-তে রয়েছে জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস এবং ডেনমার্ক৷ তবে জার্মানি কিছুতেই দমে যেতে রাজি নয়৷ এ মাসের ১৯ তারিখে জার্মানি মুখোমুখি হবে চেলসির৷ সেদিনই চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল৷ জার্মানির দলে রয়েছে গোল কিপার মানুয়েল নয়ার, ফিলিপ লাম, শোয়াইনস্টাইগার এবং মারিও গোমেজ৷ আরো রয়েছে মেসুত ওজিল এবং সামি খেদিরা৷
গ্রুপ এ-তে রয়েছে পোল্যান্ড, গ্রিস, রাশিয়া এবং চেক প্রজাতন্ত্র৷ এবং গ্রুপ ডিতে রয়েছে ইউক্রেন, ফ্রান্স, ইংল্যান্ড এবং সুইডেন৷ এই গ্রুপকে বলা হচ্ছে সবচেয়ে ভয়ানক গ্রুপ৷ ফ্রান্স এবারের ইউরো কাপের জন্য নিজেকে তৈরি করেছে বেশ ঠাণ্ডা ভাবে৷ অতীতের ভুলগুলোকে তারা বার বার ব্যাখ্যা করার চেষ্টা করেছে৷ তাই বলা যেতে পারে গ্রুপ ডি-তে হাড্ডাহাড্ডি লড়াই হবে দেখার মতো, উপভোগ করার মতো৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার (এএফপি, এপি)
সম্পাদনা: দেবারতি গুহ