প্রত্যেকটা ব্যাংকে যথেষ্ট টাকা আছে: প্রধানমন্ত্রী
২৫ নভেম্বর ২০২২বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ নিয়েও কোনো সংকট নেই উল্লেখ করে সবাইকে আবারও আশ্বস্ত করেন তিনি৷ শেখ হাসিনা বলেন, ‘‘আমি দেখি, কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে৷ রিজার্ভের কোনো সমস্যা নাই৷ অনেকে বলে ব্যাংকে টাকা নাই৷ কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে…৷
‘‘ব্যাংকের টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে৷ চোরের জন্য সুযোগ করে দেওয়া৷ কিন্তু ব্যাংকে টাকা, নেই এই কথাটা মিথ্যা৷’’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘‘গতকালকেও (বুধবার) আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ওদের সাথে মিটিং করেছি৷ আমাদের এই বিষয়ে কোনো সমস্যা নাই৷ প্রত্যেকটা ব্যাংকে যথেষ্ট টাকা আছে৷’’
গুজবে কান না দেওয়ার আহ্বানের পর এর জন্য বিএনপিকে দায়ী করেন শেখ হাসিনা৷তিনি বলেন, ‘‘ওরা তো নিজেরা কিছু করতে পারে না৷ ক্ষমতায় যখনই এসেছে, লুটপাট করে খেয়েছে৷ ১৯৯৬ সালে আমি যখন সরকার গঠন করি, তখন ছিল বিএনপি ক্ষমতায়৷ রিজার্ভ কত রেখে গিয়েছিল? দুই দশমিক ৫ বিলিয়ন ডলার৷ আর ২০০৯- এ যখন সরকার গঠন করলাম দ্বিতীয় দফায়, তখন ৫ বিলিয়ন ছিল৷’’
করোনাভাইরাস মহামারির সময় রিজার্ভ বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘‘তখন আমাদের আমদানি-রপ্তানি ছিল না৷ সেজন্য আমাদের রিজার্ভ বেড়েছিল৷’’
করোনা মহামারির সময় টিকা, সার, চাল, গম ও ভুট্টাসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিস কেনার কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, ‘‘আমরা জনগণের জন্য দুই হাতে খরচ করেছি৷ এটা (রিজার্ভ) অন্য কোথাও যায়নি৷ জনগণের কল্যাণে ব্যয় হয়েছে৷’’
বাংলাদেশের অর্থনীতি এখনো শক্তিশালী দাবি করে তিনি বলেন, ‘‘রেমিটৌান্স আসছে, বিদেশ থেকে বিনিয়োগ আসছে৷ রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে৷’’
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের ট্যাক্স কালেকশন বৃদ্ধি পেয়েছে৷ বিশ্বের অনেক দেশ যেখানে হিমশিম খাচ্ছে, নিজেরা অর্থনৈতিক মন্দায় ভুগছে, বাংলাদেশ এখনও যথেষ্ট শক্তিশালী আছে৷বাংলাদেশে আমরা অর্থনীতিকে এখনও শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে রাখতে সক্ষম হয়েছি৷”
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)