প্রত্যর্পণ বিল স্থগিত করলো হংকং
১৫ জুন ২০১৯১৯৯৭ সালে ব্রিটেনের কাছ থেকে শহরের দায়িত্ব চীনের কাছে হস্তান্তরের পর প্রস্তাবিত প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে বিক্ষোভটিই ছিল সবচেয়ে বড়৷
শহরটির নেতা ক্যারি লাম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তাঁর সরকার বিলটি পাসের উদ্যোগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে৷ ১৯৯৭ সালে ব্রিটেনের কাছ থেকে শহরের দায়িত্ব চীনের কাছে হস্তান্তরের পর প্রস্তাবিত প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে বিক্ষোভটিই ছিল সবচেয়ে বড়৷
শনিবার বেইজিংপন্থি আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম৷ তিনি বলেন, ‘‘আমাদের আইনশৃংখলার দিকে মনোযোগী হতে হবে৷ আমরা আপাতত বিলটি পাসের উদ্যোগ স্থগিত রেখে এটি নিয়ে আবার চিন্তা করার সিদ্ধান্ত নিয়েছি৷ আইন পরিষদে আবার এটি নিয়ে আলোচনা করা হবে৷''
বিলটি নিয়ে পরবর্তীতে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করা হবে৷ তবে এর জন্য কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি তিনি৷
বেইজিংয়ের প্রতি অবিশ্বাস
হংকং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে বিবেচিত হলেও ২০৪৭ সাল অবধি অঞ্চলটির স্বায়ত্তশাসনের নিশ্চয়তা দিয়েছে দেশটি৷ ১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে ফেরত দেয়া হয়েছিল৷
প্রসঙ্গত, গতবছরের এক ঘটনার প্রেক্ষিতে প্রস্তাবিত এই বিলটি তৈরি করা হয়৷ তাইওয়ানে ছুটি কাটানোর সময় অন্তঃসত্ত্বা বান্ধবীকে হত্যার অভিযোগ ওঠে হংকংয়ের এক ব্যক্তির বিরুদ্ধে৷ কিন্তু তাইওয়ানের সঙ্গে হংকংয়ের বন্দি বিনিময়ের কোন চুক্তি না থাকায় সেই ব্যক্তিকে এখন তাইপেতে বিচারের জন্য পাঠানো যাচ্ছে না৷
প্রস্তাবিত বিলে এরকম পরিস্থিতিতে সন্দেহভাজন অপরাধীকে ফেরত পাঠানোর পথ সুগম করা হয়েছে৷ কিন্তু চীন এই আইনের সুবিধা নিয়ে হংকংয়ের বাসিন্দাদের উপর খবরদারি বাড়াতে পারে বলে সন্দেহ থাকায় বিষয়টি সেখানে এক রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে৷ ফলে সংশ্লিষ্ট অঞ্চলের সাধারণ বাসিন্দারা ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷
পাশাপাশি তাইওয়ানও জানিয়েছে যে সন্দেহভাজন সেই খুনের মামলার আসামিকে ফেরত নিতে চায় না তারা কেননা এটি এমন এক উদাহরণ সৃষ্টি করবে যা চীন ভবিষ্যতে কাজে লাগাতে পারে৷
হংকংয়ের সরকার বলছে, এমন চুক্তি পাস না হলে শহরটি পলাতক অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হতে পারে৷ কিন্তু সমালোচকরা বলছেন, এই আইন পাস হলে স্বায়ত্বশাসিত হংকংয়ের ওপর বেইজিংয়ের কর্তৃত্ব আরো বাড়বে৷
এডিকে/আরআর (এএফপি, রয়টার্স)