প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে এক কোটিরও বেশি মানুষ
২০ নভেম্বর ২০০৯গোটা বিশ্বেই মোটর চালিত যানের সংখ্যা বাড়ছে৷ এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা৷ চলতি বছর এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১ কোটি ৩০ লাখ মানুষ৷ বিশেষজ্ঞদের ধারণা এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে পাঁচ কোটি মানুষ৷ এসব দুর্ঘটনা এবং হতাহতের বেশিরভাগই হয়েছে উন্নয়নশীল দেশগুলোতে৷ দুর্ঘটনায় যে কেবল হতাহতের ঘটনাই ঘটছে তা নয় প্রচুর আর্থিক ক্ষতিও হচ্ছে৷
সড়ক দুর্ঘটনা কমাতে তাই সোচ্চার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ৷ এই উপলক্ষ্যে মস্কোতে দুইদিন ব্যপী আন্তর্জাতিক সম্মেলনে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য প্রয়োজনীয় সচেতনতা তৈরি এবং নিয়মনীতি চালু করার কথা বলা হয়েছে৷ তবে এটা যে কেবল কোন দেশের পক্ষে একা সম্ভব নয় সেটিও স্মরণ করিয়ে দিয়েছেন উদ্যোক্তারা৷ রুশ স্বরাষ্ট্র মন্ত্রী রাশিদ নুরগালিয়েভ যেরকম বললেন, ‘এটা স্পষ্ট যে একটি কোন দেশের পক্ষে একা এই সমস্যার সমাধান করার কোন উপায় নেই৷' সম্মেলনে আগত বিভিন্ন দেশের মন্ত্রীরা সড়ক দুর্ঘটনা কমানোর জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন৷ তারা চান আগামী ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অর্ধেক কমিয়ে আনতে৷ এজন্য আগামী বছর থেকে যেন সড়ক নিরাপত্তা দশক ঘোষণা করা হয় সেজন্য তারা জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন৷
উল্লেখ্য, প্রতি বছর যেসব দেশে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয় তাদের মধ্যে রাশিয়া অন্যতম৷ গত বছর সেদেশে ২৭ হাজার লোক প্রাণ হারিয়েছে সড়ক দুর্ঘটনায়৷ গত জুলাই মাসে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এজন্য গাড়ি চালকদের নিয়মনীতি না মানার প্রবণতার সমালোচনা করেন৷
প্রতিবেদক: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক