স্কুল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা
৩১ জুলাই ২০১৮বাংলাদেশের রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কে রবিবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়৷ আহত হয় আরো কয়েকজন৷ সেই ঘটনার পর দোষীদের বিচারসহ নানা দাবিতে সোমবার রাজপথে নামে রাজধানীর বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা৷ তারা তাদের প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবিদাওয়া জানানোর চেষ্টা করে৷
কিন্তু ফেসবুকে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, পুলিশের বিভিন্ন বাহিনীর সদস্যরা রাজপথে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করছে৷ কোথাও কোথাও শিক্ষার্থীদের ধরে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে স্কুল শিক্ষার্থীদের উপর পুলিশের এমন মারমুখী আচরণের তীব্র সমালোচনা করেছেন৷
এদিকে, মঙ্গলবারও শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন রাজপথে জড়ো হয়ে বিক্ষোভ করছে বলে জানা গেছে৷ আর তাদের ঘিরে রেখেছে অসংখ্য পুলিশ৷ ঢাকার একটি দৈনিক পত্রিকার ফেসবুক পাতায় মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, স্কুল ইউনিফর্ম পরা রক্তাক্ত এক শিক্ষার্থীকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷ পুলিশের লাঠির আঘাতে শিক্ষার্থীটি গুরুতর আহত হয়েছে বলেও দাবি করা হয়েছে ভিডিওতে৷
প্রিয় পাঠক, নিরাপদ সড়ক চেয়ে স্কুল শিক্ষার্থীদের এই আন্দোলনকে কি আপনি সমর্থন করেন? লিখুন মন্তব্যের ঘরে৷
এআই/ডিজি