বাংলাদেশে প্রচণ্ড শীত
১০ জানুয়ারি ২০১৩তীব্র শীতে দেশের উত্তরাঞ্চলের মানুষ কষ্টে আছেন৷ কাজ নেই৷ নেই শীতবস্ত্র৷ তাই নানা রোগে আক্রান্ত হচ্ছেন তাঁরা৷
দিনাজপুরের আবহাওয়া কর্মকর্তা আশিকুর রহমান জানান, দিনাজপুরের ইতিহাসে গত ৪৫ বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বুধবার ৩.২ ডিগ্রি সেলসিয়াস৷ বাংলাদেশের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বনিম্ন৷ ১৯৬৮ সালে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস৷
এই শীতের কারণে দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর ও পঞ্চগড়ে নানা রোগ-ব্যধি ছড়িয়ে পড়েছে৷ কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. লোকমান হোসেন জানান যে, পরিস্থিতি মোকাবেলায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা৷
এদিকে, রাজধানী ঢাকায়ও চলছে শৈত্য প্রবাহ৷ আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ আলম জানান, বুধবার ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.২ ডিগ্রি সেলসিয়াস৷
অন্যদিকে, তীব্র শীতের কারণে রাজধানীসহ সারা দেশে শীতবস্ত্রের দাম বেড়ে গেছে৷ স্বাভাবিকভাবেই, এতে দেশের গরিব মানুষ পড়েছেন চরম বিপাকে৷