বই মেলা
১১ ফেব্রুয়ারি ২০১২অমর একুশে গ্রন্থ মেলাকে সামনে রেখে বাংলাদেশে যেমন অধিকাংশ বই প্রকাশিত হয়৷ তেমনি পাঠকরাও এই বই মেলার দিকেই চেয়ে থাকেন নতুন বই কেনার জন্য৷ কিন্ত তারা সব সময় তাদের মনের খোরাক মেটাতে পারেন না৷
কথা সাহিত্যিক রেজানুর রহমান বলেন, মান সম্পন্ন বইয়ের অভাব রয়েছে সত্য৷ কিন্তু মান নির্ধারণ করবে কে? প্রকাশনা সংস্থাগুলোতে সেই ব্যবস্থা আর এখন তেমন নেই৷ নেই যোগ্য সম্পাদনা পর্ষদ৷
ছড়াকার আখতার হুসেন বললেন, শুধু বড়দের নয়, ছোটদের বইয়ের ক্ষেত্রেও চলছে আকাল৷ লেখার বিষয়বস্তুতে যেমন সমস্যা তেমনি বইয়ের অঙ্গসজ্জা ও বানানেও আছে অনাচার৷
কবি এবং ঔপন্যাসিক মুজতবা আহমেদ মুরশেদ বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দায়িত্ব নিতে হবে প্রকাশকদের৷ তিনি মনে করেন, খরচ হলেও ভাল বই প্রকাশ করতে হলে প্রকাশকদের থাকতে হবে যোগ্য সম্পাদনা পর্ষদ বা প্যানেল৷
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ডয়চে ভেলেক বলেন, এখন অনেকে টাকা হলেই বই প্রকাশ করে ফেলছেন, মানের দিকে খেয়াল রাখছেন না৷ তিনি বলেন, বাংলা একাডেমী জরিপ করে দেখেছে গত বছর বই মেলায় এত বইয়ের মধ্যে আড়াইশ'র মত মানসম্পন্ন বই প্রকাশিত হয়েছে৷
তবে বাংলা একাডেমীর মহাপরিচালক আশা করেন, এত যে নতুন নতুন লেখক আসছেন তারা যদি তাদের লেখার উৎসাহ ধরে রাখেন তাহলে হয়তো তারাই একদিন মান অর্জন করবেন৷ আর বই বিক্রি করে ব্যবসা করতে হলে শেষ পর্যন্ত প্রকাশকদের মানসম্পন্ন বইয়ের দিকেই ঝুঁকতে হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক