1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিসে ইতিহাস গড়লেন নাদাল, সামনে উইম্বলডন

১১ জুন ২০১৩

রাফায়েল নাদাল আটবারের বার ফ্রেঞ্চ ওপেন জিতে বিশ্বরেকর্ড করলেন৷ নিঃসন্দেহে তিনি ‘কিং অফ ক্লে’৷ কিন্তু একে তো তাঁর বাঁ হাঁটুর সমস্যাটা থেকেই যাচ্ছে; দ্বিতীয়ত, উইম্বলডন হল গ্রাস কোর্ট৷ সেখানে থাকবেন ফেডারার-জোকোভিচ-মারে৷

https://p.dw.com/p/18nD3
ছবি: Reuters

আটবার একটা গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জেতা একটা আশ্চর্য কৃতিত্ব, টেনিস জগত সেটা নির্দ্বিধায় স্বীকার করছে৷ আবার ফ্রেঞ্চ ওপেন শুধু ক্লে কোর্টে বলেই যে রাফা এই অসাধ্যসাধন করতে পেরেছেন, সেটা বলে তাঁর অর্জনকে খাটো করার চেষ্টাও হাস্যকর৷ ক্লে'তে রাফা যে টেনিস খেলেন, তা বিশ্বের সেরা টেনিসের মধ্যে পড়ে৷ রবিবার ডেভিড ফেরার-কে সরাসরি তিন সেটে হারিয়ে তিনি সেটাই আবার প্রমাণ করছেন৷

কিন্তু অষ্টমাশ্চর্যের মতো রাফার এই অষ্টম জয় তাঁর টেনিস দক্ষতার চেয়ে মানুষ হিসেবে তাঁর গুণাগুণকেই যেন আবার স্পষ্ট করে দিল৷ হাঁটুর কারণে টেনিস থেকে সাত মাস বিরতির পর মাত্র গত ফেব্রুয়ারি মাসে নাদাল আবার কোর্টে ফেরেন – এবং ফিরেই তাঁর প্রথম টুর্নামেন্টের ফাইনালে হারেন আর্জেন্টিনীয় খেলোয়াড় ওরাসিও সেবালোস'এর কাছে, যিনি বিশ্ব বাছাই তালিকায় ৭৩৷ সেবালোস আবার এর আগে আর কোনো খেতাব জেতেননি৷

French Open Finale 2013 Ferrer Nadal
স্বদেশি ডেভিড ফেরারকে হারিয়েছেন নাদালছবি: Reuters

হাঁটুর চোট সামলে টেনিসে ফেরা যাবৎ নাদাল ন'টি টুর্নামেন্ট খেলে তার মধ্যে সাতটিতে জিতেছেন৷ হেরেছেন মাত্র দু'বার: একবার চিলিতে সেবালোস ও একবার মন্টে কার্লো-তে বিশ্বের পয়লা নম্বর বাছাই নোভাক জোকোভিচের কাছে৷ আটবারের বার ফ্রেঞ্চ ওপেন জেতাটাও যে তাঁর কপালে – এবং হাতযশে – ঘটবে কিংবা ঘটতে চলেছে, সমঝদাররা যেন সেটা আগে থেকেই টের পাচ্ছিলেন৷

নিজের শরীরকে চেনা চাই

বড় বড় ক্রীড়াবিদরা যেমন নিজের শরীরকে অসম্ভব খাটিয়ে নেন, তেমন তাঁরা জানেন কখন থামতে হয়, কখন শরীরকে দম ফেলার ফুরসত দিতে হয়৷ রাফা বহুদিন ধরে টেনিস সার্কিটে রয়েছেন, সর্বোচ্চ পর্যায়ে টেনিস খেলছেন৷ কাজেই তাঁর কাছে হাঁটুর কুশল হল জাগতিক কুশল৷ হাঁটু যদি বাদ না সাধে, তো তিনি তাঁর টেনিস খেলতে সমর্থ৷

ফ্রেঞ্চ ওপেন জেতার পরেই তাঁকে প্রশ্ন করা হয়: হাঁটু কেমন আছে? রাফা হেসে বলেন, ‘‘বিগত হপ্তা দুয়েক ধরে হাঁটু কোনো গোলমাল করেনি, মনে হচ্ছিল যেন ভালো হচ্ছে৷ আমি এখনও হপ্তা থেকে হপ্তা, দিন থেকে দিন হাঁটুর উপর নজর রাখছি৷'' তার সবচেয়ে বড় প্রমাণ হল, নাদাল জার্মানির হালে শহরে অনুষ্ঠিতব্য টেনিস টুর্নামেন্টটিতে তাঁর অংশগ্রহণ বাতিল করেছেন৷ অথচ উইম্বলডনের প্রস্তুতি হিসেবেই তাঁর হালে'তে খেলার কথা ছিল৷

উইম্বলডন রোল্যাঁ গারো নয়

ফ্রেঞ্চ ওপেন জেতার পর বিশ্ব বাছাই তালিকায় নাদাল নামবেন চার নম্বর থেকে পাঁচ নম্বরে৷ অথচ তিনি যে ডেভিড ফেরার'কে হারিয়েছেন, তিনি উঠবেন পাঁচ থেকে চারে৷ বাছাইয়ের জন্য অর্জন ও পয়েন্টের হিসেব করতে গিয়ে মাঝেমধ্যেই এ ধরনের কিম্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়৷ তা নিয়ে খেলোয়াড়রা বিশেষ যে মুষড়ে পড়েন কিংবা উল্লসিত হন, এমন নয়৷ যেমন রাফায়েল নাদাল বছর শেষ হবার আগেই আবার বিশ্বের পয়লা বাছাই হয়ে উঠতে পারবেন কিনা, তা নিয়ে মিডিয়া যতোটা মাথা ঘামাচ্ছে, নাদাল স্বয়ং তার সিকির সিকিও নয়৷

French Open Finale 2013 Ferrer Nadal
ফ্রেঞ্চ ওপেন জেতার পর বিশ্ব বাছাই তালিকায় নাদাল নামবেন চার নম্বর থেকে পাঁচ নম্বরে!ছবি: Getty Images

উইম্বলডনে নাদাল নিঃসন্দেহে ফেবারিটদের মধ্যে পড়বেন৷ যেমন পড়বেন রজার ফেডারার ও অ্যান্ডি মারে৷ নাদালের কোচ টোনি নাদাল নিজে বলেছেন, ‘‘রাফা সম্ভাব্য বিজয়ীদের মধ্যে একজন৷ কিন্তু জেতার মতো ক'জন আছে? জোকোভিচ ফেডারার, মারে৷ উইম্বলডনে ব্যাপারটা আলাদা কেননা অনেক প্লেয়াররাই জিততে পারে৷ উইম্বলডনে সারফেসটা আলাদা, বল অনেক তাড়াতাড়ি যায়৷'' অর্থাৎ আবার সেই ক্লে কোর্ট বনাম গ্রাস কোর্ট৷

নাদাল চান শান্তি, নিরিবিলি

ফ্রেঞ্চ ওপেনের পর নাদাল বলেছেন, তিনি এবার শুধু হাঁটু নয়, সারা শরীর চেক করাবেন৷ উইম্বলডনের আগে তিনি যে আর কোনো টুর্নামেন্ট খেলবেন না, প্রস্তুতি হিসেবে সেটা খুব ভালো না হলেও তাঁর কিছু করার নেই৷ উইম্বলডনে ঘাসের উপর খেলতে হবে, পরিবেশ-পরিস্থিতি সম্পূর্ণ অন্য হবে, সেটা নাদালেরও অজানা নয়৷

আপাতত তিনি শুধু চান ভূমধ্যসাগরে স্পেনীয় দ্বীপ মায়োর্কায় গিয়ে তাঁর পরিবারের মানুষজন, বন্ধুবান্ধবদের সঙ্গে শান্তিতে কিছুটা সময় কাটাতে৷ মায়োর্কার মানুষজন তাঁকে ভলোবাসে বটে, কিন্তু তাদের কাছ থেকে রাফা শুধু একটাই উপহার কামনা করেন: একলা থাকতে পাওয়া, শান্তি, কিছুটা সাধারণ, সুস্থ জীবন৷

‘‘একা থাকতে পাওয়াটা অমূল্য,'' বলেছেন টেনিসের সুপারস্টার রাফায়েল নাদাল৷

এসি / এসবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য