নাৎসি নির্যাতনের স্মৃতিস্থলে ম্যার্কেল
৬ ডিসেম্বর ২০১৯চ্যান্সেলর হিসেবে ১৪ বছর দায়িত্ব পালনের পর প্রথমবারের মতো পোল্যান্ডের আউসভিৎজ-বেয়ারকানাও পরিদর্শন করলেন আঙ্গেলা ম্যার্কেল৷ এ সময় তার সঙ্গে উপস্তিত ছিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতাউশ মোরাভিয়েস্কি৷
এর আগে নাৎসি শাসন আমলে ইহুদি নিধনের ঘটনায় বেঁচে যাওয়াদের প্রতি সহমর্মিতা জানাতে ম্যার্কেলকে সেখানে আসার আহবান জানায় দ্য ইন্টারন্যাশনাল আউসভিৎজ কমিটি৷ ম্যার্কেল বেয়ারকানাও ক্যাম্পে গিয়ে বক্তৃতায় বলেন. ‘‘জার্মানির দ্বারা এখানে যে অপরাধ সংঘটিত হয়েছে তার জন্য আমি ভীষণ মর্মাহত৷'' এই অপরাধ স্মরণ করা এবং তার দায় নেয়াকে জার্মানির জাতীয় অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করেন তিনি৷
ম্যার্কেল বলেন, ‘‘ইহুদিদের জীবন রক্ষা জার্মানদের দায়িত্ব৷’’ জার্মানিতে ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না বলেও যোগ করেন তিনি৷
ম্যার্কেল আউসভিৎজের একটি দেয়াল পরিদর্শন করেন, যেখানে নাৎসি আধা সামরিক বাহিনী গুলি করে কয়েক হাজার পোলিশ রাজনৈতিক বন্দিকে হত্যা করে৷
আইসভিৎজ-বেয়ারকানাও ফাউন্ডেশনের ১০তম বার্ষিকী উপলক্ষে সেখানে যান ম্যার্কেল৷ সংগঠনটিতে ছয় কোটি ৭০ লাখ ডলার অনুদান দেয়ার ঘোষণাও দেন তিনি৷
ক্রিস্টফ স্ট্রাক/এফএস