পোপকে খেলা দেখাবে
১ আগস্ট ২০১৩ম্যাচটি হবে ইটালির রাজধানী রোমে৷ দিনক্ষণ ঠিক করে, নিজের দলের ২২ জন খেলোয়াড়ের নাম চূড়ান্ত করার পর বুধবার এ ম্যাচ সম্পর্কে জানিয়েছেন আলেসান্দ্রো সাবেলা৷ আর্জেন্টিনার কোচ জানিয়েছেন, বার্সেলোনার সঙ্গে ব্যস্ত থাকলেও পোপ ফ্রান্সিসের সম্মানে মেসিও দলের সঙ্গে যাবেন রোমে৷ বড় কোনো সমস্যা দেখা না দিলে সার্জিও রোমেরো, উগো কাম্পাগনারো, পাবলো জাবালেতা, হাভিয়ের মাসচেরানো, অ্যাঞ্জেল ডি মারিয়া, গনজালো হিগুয়াইনদের সঙ্গে তিনি খেলবেনও৷ পোপ দেখবেন তাঁদের খেলা৷
একটা প্রীতি ম্যাচকে এতটা গুরুত্ব দিচ্ছে কেন আর্জেন্টিনা? কারণটা অনেকেই জানেন৷ এখন পোপ ফ্রান্সিস নামে ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু হিসেবে পরিচিত হলেও জন্মের পর তাঁর নাম ছিল খর্খে মারিও ব্যার্গোলিও এবং জন্মেছিলেন আর্জেন্টিনাতেই৷ ছিলেন জন্মস্থান বুয়েনস আইরেসের আর্চ বিশপ৷ ভ্যাটিকানের নাগরিকত্ব নিলেও শেঁকড়টা তো আর্জেন্টিনায় রয়েই গেছে৷ এমন একজনকে আর্জেন্টিনা বিশেষ সম্মানের চোখে দেখবে এটাই স্বাভাবিক৷ এ রকম একটা ম্যাচে চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি না খেলে পারেন!
২২ জনের আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক: সার্জিও রোমেরো, অস্কার উস্তারি, মারিয়ানো আন্দুজার৷
ডিফেন্ডার: উগো কাম্পাগনারো, ফেদেরিকো ফার্নান্দেজ, এজেকিউয়েল গেরে, মার্কোস রোহো, পাবলো জাবালেতা, ফাব্রিসিও কোলোচ্চিনি, ক্রিস্টিয়ান আনসালদি, হোসে বাসান্তা৷
মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো, এভার বানেগা, আগুস্তো ফার্নান্দেজ, রিকার্দো আলভারেজ, লুকাস বিগলিয়া, এরিক লামেলা৷
ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদরিগো পালাসিও, গনজালো হিগুয়াইন ও এজেকিউয়েল লাভেজ্জি৷
এসিবি/ডিজি (এএফপি)