1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেকর্ড ভাঙার পথে মেসি

১২ নভেম্বর ২০১২

ফুটবল জাদুকর লিওনেল মেসি কোনো রেকর্ড ভেঙেছেন, এমন খবর গা সওয়া হয়ে গেছে৷ কিন্তু সেই রেকর্ড যদি ফুটবল কিংবদন্তি পেলে'র হয়, তাহলে একটু নড়েচড়ে বসতেই হয়৷

https://p.dw.com/p/16h8U
ছবি: picture-alliance/dpa

ফুটবল জগতে গোলের রেকর্ড ছোঁয়া বেশ কঠিন কাজ৷ এখনো পর্যন্ত বছরে সর্বোচ্চ গোলের রেকর্ড ধরে রেখেছেন গ্যার্ড ম্যুলার৷ ১৯৭২ সালে তৎকালীন পশ্চিম জার্মানি ও বায়ার্ন মিউনিখ ক্লাবের হয়ে তিনি ৮৫টি গোল করেছিলেন৷ এতদিন তালিকায় তার ঠিক পরেই ছিলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে৷ তিনি ১৯৫৮ সালে নিজের ক্লাব সান্টোস ও ব্রাজিলের জাতীয় দলের হয়ে ৭৫টি গোল করেছিলেন৷ রবিবার পেলে'কে পেছনে ফেলে দুই নম্বর স্থান দখল করলেন লিওনেল মেসি৷ তিনি আর্জেন্টিনার জাতীয় দল ও বার্সেলোনা ক্লাবের হয়ে ৭৬টি গোল করে এগিয়ে গেলেন ম্যুলার'এর রেকর্ড ভাঙার পথে৷ এ দিন বার্সোলোনা ৪-২ গোলে মায়োর্কা'কে হারিয়েছে৷ মেসি নিজেই দু'টি গোল করেছেন৷

Pele 70. Geburtstag
পেলেছবি: AP

মেসির নিজের সাফল্যের তালিকাও কম বিস্ময়কর নয়৷ বছরের পর বছর ধরে ফিফা'র বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়ে চলেছেন৷ বার্সেলোনার কোচ টিটো ভিলানোভা বলেন, মেসি'র গোলের পরিসংখ্যান সত্যি তাক লাগিয়ে দেয়৷ বেশিরভাগ খেলোয়াড় কমপক্ষে ৭ থেকে ৮টি মরসুমে খেলে এই পর্যায়ে পৌঁছানোর স্বপ্ন দেখেন৷ ফলে স্প্যানিশ লিগের তালিকায় শীর্ষ স্থানে রয়ে গেল বার্সেলোনা৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আটলেটিকো মাদ্রিদ ও রেয়াল মাদ্রিদ৷

মেসি নিজে কয়েক দিন আগে বলেছিলেন তাঁর নিজের আদর্শ খেলোয়াড়দের কথা৷ ব্রিটেনের ফুটবল পত্রিকা ‘ফোরফোরটু'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি রোনাল্ডো'র প্রশংসা করেছিলেন৷ না, পর্তুগালের বর্তমান তারকা ও মেসি'র প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডো নয় – ব্রাজিলের রোনাল্ডো লুইস নাসারিও দে লিমা'র খেলার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন মেসি৷ এছাড়াও ফ্রান্সের জিনেদিন জিদান, রোনাল্ডিনিয়ো ও রিভাল্ডো'র খেলাও তাঁর পছন্দ৷ তবে মেসি'র মতে স্ট্রাইকার হিসেবে ব্রাজিলের রোনাল্ডো বিশ্বের সেরা৷

এসবি/ডিজি (ডিপিএ, এফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য