1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগ

২৫ এপ্রিল ২০১২

মঙ্গলবার চেলসির সঙ্গে খেলায় বার্সেলোনা পেয়েছিল একটি পেনাল্টি৷ শট নিলেন মেসি এবং মিস করলেন৷ বাদ পড়লো বার্সা চ্যাম্পিয়ন্স লিগ থেকে৷

https://p.dw.com/p/14knt
ছবি: picture alliance/Back Page Images

বার্সেলোনার কোচ পেপ গুয়ার্দিওলা পাশে এসে দাঁড়ালেন মেসির৷ সান্ত্বনা দিচ্ছেন তিনি এখনো৷ বার্সেলোনা বাদ পড়লো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে৷ চেলসি ফাইনালে চলে গেল৷ বুধবার খেলা রয়েছে রেয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের মধ্যে, মাদ্রিদে৷ 

মঙ্গলবারের খেলায় প্রথমে দুই শূন্য গোলে এগিয়ে ছিল বার্সেলোনা৷ এরপর চেলসি দুটি গোলই শোধ করে৷ এর আগে গত সপ্তাহে ইংল্যান্ডে হোম ম্যাচে চেলসি এক গোলে জয় পেয়েছিল বার্সেলোনার বিরুদ্ধে৷ ফলে মোটের হিসেবে ৩-২ গোলে জিতে ফাইনালে চেলে গেছে চেলসি৷

যদি মেসি গোলটি করতে পারতেন, তাহলে হয়তো ৩-১ গোলের জয় নিয়ে ফাইনাল খেলতে পারত বার্সেলোনা৷

তবে কোচ গুয়ার্দিওলা মেসির সমর্থনে বক্তব্য পেশ করেছেন৷ তিনি গর্বের সঙ্গে জানান,‘‘আজকে বার্সেলোনা যে পর্যায়ে এসে পৌঁছেছে, এর পেছনে মেসির কৃতিত্ব সবচেয়ে বেশি৷ আমি মেসির কাছে চিরকৃতজ্ঞ থাকবো৷ হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি মেসিকে ধন্যবাদ জানাচ্ছি৷''

পেনাল্টি মিস করা প্রসঙ্গে গুয়ার্দিওলা জানান,‘‘কোন কোন সময় আনন্দ উচ্ছ্বাসের, কোন কোন সময় একটু পিছিয়ে পড়ার, মন খারাপ করার৷ এটাই ফুটবলের চমক৷''

আক্ষেপের সঙ্গে তিনি বলেন,‘‘গোটা দলের দিকে তাকিয়ে কেউ যদি বলতে পারে, তাদের ভুল কোথায় ছিল তাহলে তা বলুক৷ প্রশ্ন করুক কেন তারা ফাইনালে পৌঁছাতে পারলো না৷ কিন্তু আমি জানি না নতুন করে আমি ওদের কী বলতে পারবো৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য