পূর্ব জেরুসালেমে ইসরায়েলিদের পতাকা মিছিল
ক্ষমতা থেকে নেতানিয়াহুর বিদায় নিশ্চিত হওয়ার পরই পূর্ব জেরুসালেমে পতাকা মিছিল করেছেন কয়েক হাজার চরম ডানপন্থি ইসরায়েলি৷ তাদের এ মিছিল ফিলিস্তিনিদের মাঝে ক্ষোভ এবং আতঙ্ক বাড়িয়েছে৷ ছবিঘরে বিস্তারিত...
পতাকা হাতে ইসরায়েলিদের নাচ
গত রোববার আট দলের জোট সরকারের পক্ষে ভোট দেয় ইসরায়েলের পার্লামেন্ট নেসেট৷ এভাবেই নিশ্চিত হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আনুষ্ঠানিক বিদায়৷ তবে এই পরিবর্তন ফিলিস্তিনিদের মনে স্বস্তি জাগানোর আগেই কয়েক হাজার ডানপন্থি ইসরায়েলি জাতীয় পতাকা হাতে মিছিল শুরু করে৷ পূর্ব জেরুসালেমের ওল্ড সিটির বাইরে দামেস্ক ফটকের সামনে তাদের একাংশের উদ্দাম নাচ৷
ধ্বংসস্তূপ থেকে প্রতিবাদ
গত মাসে ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনিদের প্রতিবাদ মিছিল৷ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হয়েছে ইসরায়েলিদের পতাকা প্রদর্শন মিছিলবিরোধী এই বিক্ষোভ৷
গ্রেপ্তার
এক পর্যায়ে উগ্র ডানপন্থি ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ বেঁধে যায়৷ এক ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি পুলিশ৷
আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে পাথর
ইসরায়েলি উগ্র ডানপন্থিদের পতাকা প্রদর্শন মিছিল চলছে৷ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত ইসরায়েলের সশস্ত্র নিরাপত্তা কর্মীদের উদ্দেশ্যে গুলতি দিয়ে পাথর ছুঁড়ছেন এক ফিলিস্তিনি তরুণ৷
ইহুদিদের পবিত্র স্থানে
জেরুসালেমের ওল্ড সিটির ওয়েস্টার্ন ওয়াল অঞ্চলকে পবিত্রতম স্থান হিসেবে মানেন ইহুদিরা৷ সেখানে চরম ডানপন্থি ইসরায়েলিদের পতাকা মিছিল৷
তর্ক
দামেস্ক গেটের কাছে পতাকা মিছিল করতে আসা ইসরায়েলের এক চরম ডানপন্থির সঙ্গে তর্ক করছেন এক ফিলিস্তিনি নারী৷
কাঁদানে গ্যাস
চরম ডানপন্থি ইসরায়েলিদের সঙ্গে বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে ইসরায়েলি পুলিশ৷ দৌড়ে গ্যাসের ধোঁয়া থেকে দূরে সরছেন এক ফিলিস্তিনি তরুণী৷
পতাকার পোশাক
জেরুসালেমের ওল্ড সিটিতে কয়েকজন ইসরায়েলি নারী৷ সবার শরীরেই জাতীয় পতাকা৷
পুলিশের তৎপরতা
এক ফিলিস্তিনি নারীকে ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলের পুলিশ৷
নৃত্যরত সংসদ সদস্য
দামেস্ক গেটের সামনে চরম ডানপন্থিদের পতাকা মিছিলে ইসরায়েলের সংসদ সদস্য ইতামার বেন গ্ভির৷ পতাকা হাতে তিনিও নেচেছেন৷
নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ
টানা ১২ বছর ক্ষমতায় থাকার পর বেনইয়ামিন নেতানিয়াহু এখন ইসরায়েলের বিরোধী নেতা৷ জেরুসালেমের ওল্ড সিটিতে চরম ডানপন্থিদের পতাকা মিছিল চলার সময় গাজা উপত্যকায় তার ছবিতে আগুন ধরিয়ে দেন ফিলিস্তিনিরা৷
ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিল
উত্তর গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ইসরায়েলি পতাকা মিছিলবিরোধী বিক্ষোভ৷
ইসরায়েলি আরবদের প্রতিক্রিয়া
দামেস্ক গেটের কাছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন ইসরায়েলের সংসদ সেনেটের আরবি সংসদ সদস্য ওসামা সাদি, আহমাদ তিবি এবং আয়মান ওদেহ৷
নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ
নেতানিয়াহুর বিদায়ের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছেন নাফতালি বেনেট৷ চরম ডানপন্থি ইসরায়েলিদের পতাকা মিছিল চলার সময় গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনুসে বেনেটের ছবিতে বন্দুক তাক করেছেন এক ফিলিস্তিনি৷
শিশুর প্রতিবাদ
এই ফিলিস্তিনি ছেলেটিও এসেছিল ইসরায়েলিদের পতাকা মিছিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে৷ তাকে বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন ইসরায়েলের এক পুলিশ সদস্য৷