পুলিশকে গুলি করে কারাগারে 'মিস্টার জার্মানি'
১০ অক্টোবর ২০১৭সোমবার জার্মানির হালে শহরের আদালতে হাজির করার আগে পুলিশ তাঁকে এই হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে৷
গত বছরের আগস্টে জার্মানির বিশেষায়িত ‘এসইকে' কমান্ড বাহিনীর এক অফিসারকে গুলি করার অভিযোগে ৪২ বছর বয়সি এই সুদর্শনকে কারাগারে যেতে হয়৷ কর্তৃপক্ষ তাকে সাক্সনির রয়ডেনে তার বাড়ি থেকে তাকে জোর করে বের করে আনে৷
আদালতকে পাবলিক প্রসিকিউটর জানান, কোনোরকম দ্বিধা ছাড়াই পুলিশ সদস্যের মাথা লক্ষ্য করে গুলি করা হয়েছিল৷ কেবল মাথায় শক্ত হেলমেট থাকায় তিনি মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন৷
রাইশব্যুর্গারদের একাত্মতা
প্রসিকিউশন এ কথাও জানায় যে, আদ্রিয়ান ইউ তথাকথিত ‘রাইশব্যুর্গার আন্দোলনের' সাথে জড়িত ছিল৷ ধারণা করা হয়, তিনিও ‘রাইশ নাগরিক'দের একজন, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফেডারেল জার্মান প্রজাতন্ত্র প্রতিষ্ঠাকে অস্বীকার করে৷ বর্তমানের বদলে তারা কেবল আগের আইন ও সংবিধান মানে৷
'প্রতিহত করার অধিকার'
আদ্রিয়ান ইউ অবশ্য হত্যা চেষ্টার এই অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি বলেন, যদিও তাঁর হতে সেই সময় অস্ত্র ছিল, তবে তিনি গুলি করেননি৷ একইসাথে তাঁর বিরুদ্ধে কট্টর ডানপন্থা অবলম্বনের যে অভিযোগ আনা হয়েছে তা-ও অস্বীকার করেন তিনি৷ আদালতকে বলেন, ‘‘আমি একজন জার্মান নাগরিক৷বাড়িতে যখন কেউ আমার ওপর আক্রমণ করে, তখন তা ঠেকানোর অধিকার আমার আছে৷''
এএম/এসিবি (ডিপিএ, এএফপি)