পুলিশের হামলায় অর্ধশতাধিক আহত, অভিযোগ ফখরুলের
১৭ আগস্ট ২০২১জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া নেতা-কর্মীদের পুলিশের বাধা ও সংঘর্ষের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, "পুলিশ ঢাকা মহানগরীর নবগঠিত কমিটির একটা শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করবার জন্য অতর্কিতে নেতা-কর্মীদের ওপর গোলাগুলি, লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে৷ এতে আমাদের উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হকসহ অসংখ্য নেতা-কর্মী গুলিবিদ্ধ এবং আহত হয়েছেন৷ আমরা পুলিশের এহেন কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছি৷”
তিনি আরো বলেন, "এই সরকারের পায়ের তলায় মাটি নেই৷ সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে৷ এজন্যই তারা পুলিশ দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে রাখতে চায়৷ আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করা সম্ভব হবে৷”
চন্দ্রিমা উদ্যানে সকালে দুই দফা সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন৷ সংঘর্ষের সময় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করেন৷ সে সময় পরিকল্পনা কমিশনের সচিবের গাড়িও হামলার শিকার হয়৷
তবে পুলিশের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীরাই প্রথমে পুলিশের ওপর হামলা করে৷ এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, "এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ৷ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সোমবার আমাদের নেতা-কর্মীরা ফুল দিতে এসেছে, তারা জিয়ারত করবেন৷ এখানে উস্কানির তো প্রশ্নই উঠতে পারে না৷”
সংঘর্ষ শেষ হওয়ার পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির শতাধিক নেতা-কর্মীকে নিয়ে বিএনপি মহাসচিব জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান৷ এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগরের নবগঠিত দুই কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও আবদুস সালামসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)