পুলিশের কপি-কাট-পেস্ট সাংবাদিকতা
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ১ সেপ্টেম্বর পুলিশের নিজস্ব সংবাদভিত্তিক অনলাইন পোর্টাল ‘পুলিশ নিউজ’ উদ্বোধন করেন৷ এই পোর্টালের জন্য একটি পৃথক রিপোর্টিং টিম থাকবে এবং তারা পুলিশের সদস্য হবেন বলে জানিয়েছেন তিনি৷
পুলিশের সাংবাদিকতা
পুলিশের নিজস্ব সংবাদভিত্তিক অনলাইন পোর্টাল ‘পুলিশ নিউজ’ (news.police.gov.bd) আনুষ্ঠানিকভাবে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছে৷ এই পোর্টালের জন্য একটি পৃথক রিপোর্টিং টিম থাকবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানান মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ৷ টিমের সবাই পুলিশের সদস্য হবেন৷ এছাড়া পুলিশ নিউজ সাংবাদিকতার ‘গোল্ডেন রুলস’ অনুসরণ করবে বলেও জানান তিনি৷
উদ্দেশ্য
দুটি উদ্দেশ্যের কথা বলেছেন মহাপরিদর্শক৷ এক, পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জন তুলে ধরা৷ দুই, পজিটিভ বাংলাদেশের খবর প্রচার করা৷ তিনি বলেন, ‘‘পুলিশ নিউজ হবে পজিটিভ বাংলাদেশের প্রতিচ্ছবি৷’’
মূলধারার সংবাদমাধ্যম?
উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া আইজিপি বেনজীর আহমেদের বক্তব্যে তেমন আভাস পাওয়া গেছে৷ তিনি বলেন, পুলিশ নিউজের ওয়েবসাইট থেকে সাংবাদিকরা পুলিশের কার্যক্রম-সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে পারবেন৷ এছাড়া এতে মূলধারার সংবাদমাধ্যমের মতো জাতীয় ও আন্তর্জাতিক খবরও পরিবেশন করা হবে বলে জানান তিনি৷
৭ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদের উৎসসমূহ
২৬ আগস্ট থেকে পুলিশ নিউজে সংবাদ পরিবেশিত হচ্ছে৷ ৭ সেপ্টেম্বর মোট ১৮টি সংবাদ প্রকাশ করা হয়৷ এর মধ্যে চারটি বাদে বাকিগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়া সংবাদ৷ বিডিনিউজ থেকে চারটি, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস থেকে তিনটি, সমকাল থেকে দুটি এবং দেশ রূপান্তর, ঢাকা পোস্ট, বাংলাদেশ প্রতিদিন, জাগো নিউজ ও প্রথম আলোর ওয়েবসাইটে একটি করে প্রকাশ হওয়া সংবাদের সূত্র উল্লেখ করে পুরো বা আংশিক প্রকাশ করা হয়েছে৷
বাকি চারটির উৎস
পুলিশ নিউজে ৭ সেপ্টেম্বর প্রকাশ হওয়া ১৮টি সংবাদের দুটির উৎস ছিল পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট ও পুলিশ হেডকোয়ার্টার্সের সংবাদ বিজ্ঞপ্তি৷ বাকি দুটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘ডিএমপি নিউজ’ থেকে নেয়া হয়েছে৷
কপি-কাট-পেস্ট সাংবাদিকতা
৭ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদগুলোর কোনোটিই পুলিশ নিউজের করা নিজস্ব সংবাদ নয়৷ সবগুলোই বিভিন্ন জায়গায় (গণমাধ্যম ও সংবাদ বিজ্ঞপ্তি) প্রকাশিত সংবাদের পুরো বা আংশিক অংশ ছিল৷ শুধু শিরোনামে পরিবর্তন আনা হয়েছে৷ অর্থাৎ মহাপরিদর্শক যে রিপোর্টিং টিমের কথা বলেছেন তার উপস্থিতি এখনও টের পাওয়া যায়নি৷
ডিএমপি নিউজ
আইজিপি বেনজীর আহমেদ জানান, তিনি যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশে ছিলেন তখন ‘ডিএমপি নিউজ’ (https://dmpnews.org/) চালু করেছিলেন৷ প্রায় সাড়ে নয় বছর ধরে চালু থাকা ঐ ওয়েবসাইটে এখন প্রতিদিন গড়ে চার লাখ ‘ভিজিট’ হয় বলে জানান তিনি৷
ডিএমপি নিউজেও কপি-কাট-পেস্ট
৮ সেপ্টেম্বর তামিম ইকবালের নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার আবেদন নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়৷ সেখানে দেয়া তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি৷ তবে অনলাইনে খোঁজ করে দেখা যায়, প্রায় পুরো তথ্যই জাগোনিউজ২৪ (https://www.jagonews24.com/sports/cricket/697616) থেকে নেয়া হয়েছে৷ জাগো নিউজকে দেয়া আকরাম খানের বক্তব্যও ডিএমপি নিউজে ব্যবহার করা হয়েছে৷ তবে কোথাও জাগো নিউজের নাম উল্লেখ করা হয়নি৷
সাংবাদিকতার মান?
নয় বছরের বেশি সময় ধরে চালু থাকা ডিএমপি নিউজের একটি শিরোনাম এই প্রশ্ন তোলার যৌক্তিকতা তুলে ধরছে৷ তামিমকে নিয়ে করা সংবাদের শিরোনাম দেয়া হয়েছে ‘নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন তামিম’৷ যদিও আকরাম খানকে উদ্ধৃত করে রিপোর্টেই বলা হয়েছে, তামিম আবেদন করেছেন৷ কিন্তু বোর্ড অনুমতি দিবে কিনা জানা যায়নি! পুলিশ নিউজের পুলিশ কাম সাংবাদিকদের সাংবাদিকতার প্রশিক্ষণ না দিলে একই চিত্র দেখা যেতে পারে৷
কিছু প্রশ্ন
‘পুলিশ নিউজ’ চালুর একটি লক্ষ্য, পুলিশের অর্জন তুলে ধরা৷ প্রশ্ন হচ্ছে, পুলিশের যদি অর্জন থাকে তাহলে সেটি জনসংযোগ বিভাগের মাধ্যমে মূলধারার গণমাধ্যমে পাঠানো যেতে পারে৷ গণমাধ্যম যদি মনে করে সেটি আসলেই ‘অর্জন’ তাহলে তা প্রকাশ করবে৷ এজন্য পুলিশের নিজস্ব নিউজ পোর্টাল কেন জরুরি? পুলিশ কি নিজের ঢোল নিজেই পেটাতে চাইছে? আরেকটি যে লক্ষ্যের কথা বলা হচ্ছে, পজিটিভ বাংলাদেশের খবর প্রচার করা, সেটি কি পুলিশের কাজ?
বিএনপির প্রতিক্রিয়া
৩ সেপ্টেম্বর শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘পুলিশ যখন সাংবাদিকতা করতে চায়, তাহলে বুঝতে হবে যে এই রাষ্ট্র আর নেই৷ এই রাষ্ট্রে করবে না কেন? পুলিশকে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে ওরা নিজেরাই বলে বাতির রাজা হচ্ছে ফিলিপস, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা হচ্ছে পুলিশ৷’’