1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরনো পিয়ানোর ছবি তোলা তাঁর শখ

১ ফেব্রুয়ারি ২০১৯

ফ্রান্সের আলোকচিত্রী রোমান থিয়েরির শখ পুরনো ও পরিত্যক্ত পিয়ানোর ছবি তোলা৷ তিনি অবশ্য নিজেও একজন পিয়ানোবাদক৷

https://p.dw.com/p/3CY4W
ছবি: DW

ইন্টারনেটের সাহায্যে ইউরোপের পরিত্যক্ত বিভিন্ন অভিজাত ভবনের খোঁজ পান থিয়েরি৷ এরপর সেখানে গিয়ে পিয়ানো খোঁজেন ও তার ছবি তোলেন৷ এ সব ছবি নিয়ে সম্প্রতি একটি বইও প্রকাশ করেছেন তিনি৷

থিয়েরি বলেন, ‘‘পিয়ানো আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ৷ তাই পিয়ানোর ছবি তোলা আমার কাছে গুরুত্বপূর্ণ৷ এমন পিয়ানো দেখলে সেগুলো বাজানোর মাধ্যমে আমি কিছুটা সম্মান জানানোর চেষ্টা করি৷ আমি এগুলো রক্ষা করতে চাই, কিন্তু কাজটা একটু জটিল৷’’

নিরাপত্তার খাতিরে কোথায় ছবি তোলেন, তা প্রকাশ করতে চান না তিনি৷

যে পিয়ানোবাদকের শখ ছবি তোলা

নিজের তোলা ছবি নিয়ে সম্প্রতি ‘রিকোয়েম পোর পিয়ানো’ নামে একটি বই প্রকাশ করেছেন থিয়েরি৷ এর মাধ্যমে ফটোগ্রাফি ও সংগীতের প্রতি তাঁর ভালোবাসাও প্রকাশ পেয়েছে৷ তিনি বলেন, ‘‘পিয়ানোকে সবসময় সামনে রাখা হয়, কারণ এর মাধ্যমে আভিজাত্য ভাবটা ফুটে ওঠে৷ একসময় এই ভবনেরও মধ্যমনি হয়ে ছিল এই পিয়ানো৷ এবং এখনও সেটা আছে৷ কিন্তু আমার মনে হয়, ধ্বংসস্তূপে পরিণত হলেও দারুণ সব স্থাপত্যে সমৃদ্ধ এই ভবনে এখনও তার সোনালি সময়ের কিছু বিষয় অবশিষ্ট আছে৷ আর সেটিই আমার কাছে গুরুত্বপূর্ণ৷’’

থিয়েরি প্রায় দশ বছর ধরে পরিত্যক্ত পিয়ানোর ছবি তুলছেন৷ স্পেন, জার্মানি, চেক প্রজাতন্ত্র, ইউক্রেনসহ ইউরোপের বিভিন্ন দেশে ছবি তোলার মতো ভবন খুঁজে পান তিনি৷

সাধারণত ইন্টারনেটের মাধ্যমে এমন ভবনের খোঁজ পান থিয়েরি৷

ছবি তুলতে থিয়েরি এ বছর অস্ট্রিয়া আর পোর্তুগাল যেতে চান৷ এভাবে অতীতের কিছু বিষয় পুরোপুরি মুছে যাবার আগে সেগুলো ধরে রাখতে চান তিনি৷

ক্রিস্টিয়ান ভাইবেসান/জেডএইচ