পুটিনের বিরুদ্ধে এক সংবাদপত্রের অভিনব লড়াই
ভিডিও গেমের সহায়তায় কি কখনো সংবাদ পরিবেশন করা যায়? একেবারে অসম্ভব মনে হলেও ফিনল্যান্ডের একটি সংবাদপত্র কিন্তু তা-ই করে দেখিয়েছে৷ রাশিয়ায় পৌঁছে দিয়েছে তারা ইউক্রেন যুদ্ধের খবর৷ ছবিঘরে বিস্তারিত...
রাশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতা
ইউক্রেন যুদ্ধকে ‘যুদ্ধ’ বলে না রাশিয়া৷ ইউক্রেনে হামলা শুরুর পর ভ্লাদিমির পুটিন বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে একটি ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছে৷ তারপর থেকে ইউক্রেন যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবেই বর্ণনা করছে পুটিন প্রশাসন৷ রাশিয়ার সংবাদমাধ্যমও সেই ‘নিয়ম’ মেনেই সংবাদ পরিবেশন করছে৷
কাউন্টার-স্ট্রাইক দিয়ে পাল্টা আঘাত!
কাউন্টার-স্ট্রাইক আসলে একটি ভিডিও গেমের নাম৷ ২০১২ সালে এই গেমটি নিয়ে আসে যুক্তরাষ্ট্রের ভাল্ভ কর্পোরেশন৷ খুব অল্প সময়ে প্রায় সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠা এই শুটার গেম রাশিয়ার কিশোর, তরুণদেরও খুব প্রিয়৷ রুশ নাগরিকদের কাছে ইউক্রেন যুদ্ধের খবর পৌঁছে দিতে তাই এই ভিডিও গেমের সহায়তা নিয়েছে ফিনল্যান্ডের একটি দৈনিক৷
হেলসিংগিন সানোমাট
সংবাদপত্রটির নাম হেলসিঙ্গিন সানোমাট৷ ফিনল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এই দৈনিকই সংবাদ পরিবেশনে ভিডিও গেম ব্যবহার করে এখন সংবাদ শিরোনামে৷ ছবির এই মানুষটির নাম আন্তেরো মুক্কা৷ হেলসিঙ্গিন সানোমাটের এডিটর-ইন-চিফ তিনি৷
হেলসিঙ্গিন সানোমাটের ব্যর্থ ‘অভিযান’
পুটিন সরকার রাশিয়ার গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপের কিছুদিন পরই রাশিয়ার মানুষদের কাছে ইউক্রেনের খবর পৌঁছে দেয়ার চেষ্টা করে হেলসিঙ্গিন সানোমাট৷ কিন্তু রুশ ভাষায় লেখা সেসব খবর বেশিদিন রাশিয়ার মানুষের কাছে যেতে পারেনি৷ খুব অল্প সময়ের মধ্যেই খবরগুলো ‘ব্লক’ করে দেয় রুশ কর্তৃপক্ষ৷
সংবাদ পরিবেশনে কেন ভিডিও গেম?
স্বাভাবিক নিয়মে যে রাশিয়ায় ইউক্রেনের সংবাদ পৌঁছে দিতে ব্যর্থ হওয়ার পর কী ভেবেছিল হেলসিঙ্গিন সানোমাট? বার্তা সংস্থা রয়টার্সকে সে কথাই বলেছেন আন্তেরো মুক্কা, ‘‘ রাশিয়ায় গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম৷ তবে মনে হচ্ছিল নতুন কোনো উপায়ে হয়ত রাশিয়ার মানুষদের জন্য ইউক্রেনের নির্ভরযোগ্য খবর পরিবেশন করা সম্ভব৷’’ আর সেই নতুন উপায়ের নামই এখন কাউন্টার-স্ট্রাইক৷
যেভাবে নিষেধের দেয়াল ভাংলো হেলসিঙ্গিন সানোমাট
ফিনল্যান্ডের দৈনিকটি প্রথমে ইউক্রেনের স্লাভিচ শহরের একটি ম্যাপ তৈরি করে৷ ম্যাপটির নাম দেয়া হয় ‘ডি ভয়না’৷ রুশ ভাষায় ‘ভয়না’ শব্দের অর্থ যুদ্ধ৷ শহরের নাম ‘ডি ভয়না’ দিয়ে আসলে সরাসরি ‘যুদ্ধ’ শব্দটি ব্যবহার না করে রুশদের কাছে যুদ্ধের খবরই পৌঁছে দেয় হেলসিঙ্গিন সানোমাট৷ ‘ডি ভয়না’র আসল কাজ ছিল এক গোপন কুঠুরিকে আড়াল করা যে কুঠুরিতে রয়েছে ইউক্রেনে রুশ বাহিনীর ধ্বংসলীলা এবং নিষ্ঠুরতার অনেক খবর৷