1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিলখানা হত্যা মামলায় ১৮৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

২০ জুলাই ২০১১

পিলখানায় সেনা কর্মকর্তা হত্যা মামলায় বিডিআরের ডিএডি তৌহিদ, বিএনপির সাবেক সংসাদ নাসির উদ্দিন আহমেদ ও আওয়ামী লীগ নেতা তোরাব আলী সহ ১৮৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে৷ বাকিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে৷

https://p.dw.com/p/120Ck
Taking the accused to court from prison Text: Trial of the criminal cases related to BDR Mutiny in Bakshibazar, Dhaka. 824 people are accused of this case, which is one of the largest trials in the world. Key words: Court, criminal, case, BDR, Mutiny, Bakshibazar, Pilkhana, Dhaka, Bangladesh, Bangladesch, Trial,
ফাইল ফটোছবি: Harun Ur Rashid

ঢাকা মহানগর দায়রা জজের আদালতে গত কয়েকদিন ধরেই সেনা কর্মকর্তা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছিল৷ আজও সকালে যথারীতি শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিরোধিতা করে বক্তব্য দেন৷ আদালত তাদের বক্তব্য শুনে আসামিদের কাছে জানাতে চান তারা দোষী না নির্দোষ৷ শুনানিতে অংশ নেয়া ১৮৯ জন আসামি তাদের নির্দোষ বলে দাবি করেন৷ এরপর আদালত ডিএডি তৌহিদ, নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও তোরাব আলী সহ ১৮৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন৷ একথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল৷

Bangladesh's military says 72 officers are still missing after a two-day mutiny by border guards in which at least 76 people were killed. February 2009
২০০৯ সালে বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়ছবি: DW / Kumar Dey

আসামি পক্ষের আইনজীবী সুলতান মাহমুদ বলেন, আদালত আসামিদের স্বেচ্ছায় দোষ স্বীকারের আহ্বান জানান যা আইন বিরুদ্ধ৷ তিনি দাবি করেন, পিন্টু এবং তৌহিদ কোন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি৷ আর পিন্টুর বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণও নেই৷ তাই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা যায়না৷

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, পিন্টু পিলখানা হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের একজন৷ আর ডিএডি তৌহিদ এই মামলার এক নম্বর আসামি৷ সে হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে৷

২০০৯ সালে বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়৷ এই মামলায় মোট আসামি ৮৫০জন৷ আজ তাদের মধ্যে ১৮৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হল৷ বাকিদের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযোগ গঠন করা হবে৷ আজ আদালতে ৮২৬ জন আসামি উপস্থিত ছিলেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য