পিঠ পেতে দুর্গতদের উদ্ধারের যে ভিডিও ভাইরাল
২১ আগস্ট ২০১৮বিজ্ঞাপন
ভয়াবহ বন্যার কবলে কেরালা৷ এখন পর্যন্ত অন্তত দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে৷ নিখোঁজ অনেকে৷ অন্তত ৭ লাখ মানুষ গৃহহীন, যারা বিভিন্ন আশ্রয়শিবিরে ঠাঁই নিয়েছেন৷ এই ভয়াবহ দুর্যোগের মধ্যে যেনো দেবদূত হিসেবে আবির্ভূত হয়েছেন মলপ্পুরমের মাঝি জয়সল কেপি৷ উদ্ধারকারী নৌকাগুলো পারে যেতে পারছে না৷ তাই দুর্গত মানুষদের নৌকায় তুলতে কাঁদার মধ্যে শরীর পেতে দিয়েছেন তিনি৷ নারী, শিশুরা তার শরীরে পা রেখে উঠছেন নৌকায়৷ এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে৷
মলপ্পুরম কেরালার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা৷ বলা যায় এর পুরোটাই এখন পানির নীচে৷ অনেকেই আশ্রয় শিবিরে গিয়ে উঠেছেন কিন্তু জয়সল কেপি হাত লাগিয়েছেন উদ্ধারকর্মীদের সাথে৷ বন্যা ডুবে গেছে তাঁর বাড়ি৷ তবে জয়সল একা নন, তার মত অনেক মৎস্যজীবী কাঁধে কাঁধ লাগিয়ে সাহায্য করছেন অন্য বন্যা দুর্গতদের৷
এপিবি/ডিজি