পাহাড়ের চূড়ায় দড়ির উপর হাঁটার রোমাঞ্চ
২ সেপ্টেম্বর ২০১৫অস্ট্রিয়ার ইনসব্রুক শহরের কাছে প্রশিক্ষণ চলছে৷ ১০০ মিটার উচ্চতায় ৩৭৫ মিটার লম্বা স্ল্যাকলাইন পেরোতে হবে৷ আলেক্সান্ডার শুলৎস বলেন, ‘‘স্ল্যাকলাইন দুলতে থাকলে নীচে পড়ে যাওয়ার বিপদ রয়েছে৷ তখন ব্যালেন্স করে নেওয়াই বড় চ্যালেঞ্জ৷ বিশেষ করে হাইলাইন-এর ক্ষেত্রে সেটা আরও কঠিন, কারণ সেখানে আরও মাথা খাটাতে হয়৷ নিজের অন্তর থেকেই মনে হবে, এখানে থাকা উচিত হচ্ছে না৷ তখন মনে ভয় হবে৷ তারপর নড়বড় করলেই পড়ে যাওয়ার ভয় হবে৷''
স্ল্যাকলাইনে ওঠার সময় ইয়োহানেস অলসেভস্কি সব সময় উপস্থিত থাকেন৷ তিনিই টিমের ফটোগ্রাফার ও ভিডিও পরিচালক৷ ওয়াটারলাইন সহ বিভিন্ন বিশ্বরেকর্ড তিনি ক্যামেরাবন্দি করেন৷ গত আগস্ট মাসেও বাভেরিয়ায় চমকপ্রদ অ্যাডভেঞ্চারের ছবি তুলেছেন তিনি৷ চীনের প্রাচীর পার হওয়ার দৃশ্যও ক্যামেরাবন্দি করেছেন ইয়োহানেস৷ অথবা জার্মানির উচ্চতম পর্বত সুগস্পিৎসের উপর দুটি কেবেল-কারের মাঝে ব্যালেন্সিং-এর কেরামতি৷
টিমের মধ্য থেকেই এমন সব চোখ-ধাঁধানো আইডিয়া আসে৷ সবার মনেই স্ল্যাকলাইনার নিয়ে বিপুল উৎসাহ রয়েছে৷ তবে লম্বা এই দড়ির উপর হাঁটার অধিকার একমাত্র আলেক্সান্ডার শুলৎস-এর আছে৷ চিত্র পরিচালক ইয়োহানেস অলসেভস্কি বলেন, ‘‘লক্ষ্যে না পৌঁছেই সামনের দৃশ্য বা পৌঁছানোর অনুভূতি নিয়ে ভাবনাচিন্তা করলেই পরাজয় ঘটে৷ ঠিক সেই মুহূর্তে বা কয়েক সেকেন্ড পর সেটা ঘটে৷ তাই আমি আলেক্স-এর ক্ষমতার বিশেষ কদর করি৷ স্ল্যাকলাইনে ওঠার পর সে সুন্দরভাবে এগিয়ে যায়, প্রতিটি মুহূর্তে যা করণীয় সেটা করে৷''
নতুন রেকর্ড গড়তে আলেক্সান্ডার শুলৎস-কে আরও কাজ করতে হবে৷ বিশেষ করে যোগাসনের মাধ্যমে ২৪ বছর বয়স্ক এই তরুণ আরও দীর্ঘ সময় ধরে আরও নড়বড়ে স্ল্যাকলাইন সামলাতে পারবেন বলে আশা রয়েছে৷ এক কিলোমিটার দীর্ঘ স্ল্যাকলাইনের উপর হাঁটা আলেক্সান্ডার ও তাঁর টিমের স্বপ্ন৷ কয়েক বছর আগেও সেটা অসম্ভব মনে হতো৷ এখন তিনি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত৷ চলতি বছরেই সম্ভবত তিনি এই চেষ্টা করবেন৷