1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফ্রান্স

পার্লামেন্ট ভেঙে দিলেন মাক্রোঁ, নির্বাচনের ঘোষণা

১০ জুন ২০২৪

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে অতি-দক্ষিণপন্থিদের কাছে হারের পরই মাক্রোঁ আগাম নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

https://p.dw.com/p/4gqqR
টেলিভিশনে ভাষণ দিচ্ছেন মাক্রোঁ।
ইইউ পার্লামেন্টে তার দলের খারাপ ফলের পর ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা মাক্রোঁর। ছবি: Ludovic MARIN/AFP

মাক্রোঁ জানিয়েছেন, ৩০ জুন ফ্রান্সে পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট হবে। দ্বিতীয় পর্বের ভোট হবে ৭ জুলাই।

ইইউ পার্লামেন্ট নির্বাচনের এক্সিট পোল অনুযায়ী মাক্রোঁর ইইউ-পন্থি জোট ১৫ শতাংশ ভোট পেয়েছে। ল্য পেনের ন্যাশনাল র‍্যালি পেয়েছে ৩০ শতাংশ ভোট।

মাক্রোঁ যা বললেন

জাতির প্রতি ভাষণে মাক্রোঁ বলেছেন, ''আমাদের পার্লামেন্ট নির্বাচনে আপনারা যাতে পছন্দ অনুসারে ভোট দিতে পারেন, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিলাম।''

মাক্রোঁ বলেছেন, ''যারা ইইউ-র পক্ষে তাদের কাছে ইউ পার্লামেন্টের ফলাফলকে ভালো ফল বলা যায় না। আমাদের মহাদেশে অতি-দক্ষিণপন্থিরা সব জায়গায় এগোচ্ছে। এই অবস্থায় আমি স্পষ্টীকরণ চাই। আমি আপনাদের বার্তা পেয়েছি, আপনাদের উদ্বেগ দেখছি, আমি তার জবাবও দিতে চাই।''

মাক্রোঁ জানিয়েছেন, ''এই সিদ্ধান্ত খুবই গুরুতর ও কঠিন ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা, আমি আপনাদের উপর বিশ্বাস রেখেছি। আমি এমন ভান করতে পারি না যে, কিছুই হয়নি।''

তিনি দেশবাসীর কাছে অনুরোধ করেন, তারা যেন বিপুল সংখ্যায় ভোট দেয়। ফ্রান্সের একটা স্পষ্ট জনাদেশ দরকার।

ন্যাশনাল র‍্যালির প্রতিক্রিয়া

ন্যাশনাল র‍্যালির নেতা ল্য পেন মাক্রোঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেছেন, ''ফ্রান্সের মানুষ যদি আমাদের উপর ভরসা রাখেন, তাহলে আমরা দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত।''

ন্যাশনাল র‍্যালির নেতা ও ইউরোপীয়. পার্লামেন্ট নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী জর্ডন বারদিলা বলেছেন, ''মাক্রোঁর নেতৃত্ব এখন দুর্বল হয়ে গেছে। ফ্রান্সের পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা ছিল না। ইউরোপীয় পার্লামেন্টেও তার শক্তি কমে গেলো।''

ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০২৭ সালে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)