পারস্য উপসাগরে উত্তেজনা, আলোচনার উদ্যোগ
৩১ ডিসেম্বর ২০১১হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা
দীর্ঘ সময় ধরেই ইরানের বিরুদ্ধে পশ্চিমা জগতের অভিযোগ তারা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে৷ কিন্তু ইরান এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে৷ এবার পরমাণু কর্মসূচি থেকে ফেরাতে ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে পশ্চিমা গোষ্ঠী৷ এমন অবস্থায় তেহরান হুমকি দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে তেল বহনকারী জাহাজ আটকে দেওয়ার৷ হরমুজ প্রণালীর জলসীমা ওমান এবং ইরানের মধ্যে পড়লেও আন্তর্জাতিক রীতি অনুসারে ঐ পথে বিশ্বের যে কোন দেশের জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে এবং এক্ষেত্রে বাধা দেওয়া যুদ্ধের নামান্তর৷ ফলে ইরানের হুমকির পর ঐ অঞ্চলে পঞ্চম নৌবহর মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হুঁশিয়ার করে দিয়েছে ইরান এমন কাজ করলে তা সহ্য করা হবে না৷
বর্তমানে ইরানের অবস্থান
কিন্তু ইরান ঐ অঞ্চলে দশ দিনের নৌবাহিনীর সামরিক মহড়া শুরু করেছে গত শনিবার৷ ইতিমধ্যে সেই মহড়ার অংশ হিসেবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলেও দেশটির বেশ কিছু গণমাধ্যমের খবরে প্রচার করা হয়৷ কিন্তু শেষ পর্যন্ত ইংরেজি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি'র সাথে সাক্ষাৎকারে ইরানের নৌবাহিনীর ডেপুটি কমান্ডার কমোডোর মাহমুদ মুসাভি নিজেই জানালেন যে, এখনও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়নি৷ বরং আগামী কয়েকদিনের মধ্যে তা চালানো হবে৷ তেহরান বলছে, অ্যামেরিকা কিংবা ইসরায়েল হামলা চালালে ইরানের যে সেই হামলা রুখে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে তা দেখানোর উদ্দেশ্যেই ইরানের এই সামরিক মহড়া৷
সমঝোতা আলোচনার ব্যাপারে উদ্যোগ
এদিকে, শনিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র মাইকেল ম্যান বার্তা সংস্থা রয়টার্স-এর কাছে পাঠানো এক ইমেল বার্তায় জানিয়েছেন যে, ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশ্টন ইরানের সাথে শর্তহীন সমঝোতা আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন৷ অন্যদিকে, জার্মানিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি রেজা শেখ আত্তার বার্তা সংস্থা মেহর'কে বলেছেন যে, ইরানের পরমাণু বিষয়ক মধ্যস্থতাকারী সাইদ জালিলি শীঘ্রই ক্যাথরিন অ্যাশ্টনকে চিঠির মাধ্যমে সমঝোতা আলোচনার ব্যাপারে বিস্তারিত জানাবেন৷ এরপরই নতুন করে আন্তর্জাতিক গোষ্ঠীর সাথে ইরানের আলোচনা শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি৷
উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সাথে ইরানের পরমাণু আলোচনা গত জানুয়ারি মাসে স্থগিত হয়ে যায়৷ এরপর থেকে এই আলোচনা পুনরায় শুরু করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: রিয়াজুল ইসলাম