1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পারস্য উপসাগরে উত্তেজনা, আলোচনার উদ্যোগ

৩১ ডিসেম্বর ২০১১

ইরানের হুমকি, তাদের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে হরমুজ প্রণালী দিয়ে তেল বহনকারী জাহাজ যেতে দেওয়া হবে না৷ তেহরানের এমন হুমকির পর উত্তপ্ত হরমুজ অঞ্চল৷ এদিকে, সমঝোতা আলোচনার কিছুটা সম্ভাবনাও দেখা গেছে শনিবার৷

https://p.dw.com/p/13cIx
Iranian navy soldiers take part in a military exercise in the straight of Homruz in the Oman Sea, 28 December 2011. The armed forces have increased their maneuvers following renewed speculation about possible Israeli air strikes against the country's nuclear sites. Tehran has so far denied having any plans to close the Strait of Hormuz in the Persian Gulf, which is a vital transit route in the region for international oil exports, but threatened that it might become 'war-like' if the country was facing a 'war-like situation'. EPA/ALI MOHAMMADI / HANDOUT HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES +++(c) dpa - Bildfunk+++ DPA 28787751
ইরানের সামরিক মহড়াছবি: picture-alliance/dpa

হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা

দীর্ঘ সময় ধরেই ইরানের বিরুদ্ধে পশ্চিমা জগতের অভিযোগ তারা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে৷ কিন্তু ইরান এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে৷ এবার পরমাণু কর্মসূচি থেকে ফেরাতে ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে পশ্চিমা গোষ্ঠী৷ এমন অবস্থায় তেহরান হুমকি দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে তেল বহনকারী জাহাজ আটকে দেওয়ার৷ হরমুজ প্রণালীর জলসীমা ওমান এবং ইরানের মধ্যে পড়লেও আন্তর্জাতিক রীতি অনুসারে ঐ পথে বিশ্বের যে কোন দেশের জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে এবং এক্ষেত্রে বাধা দেওয়া যুদ্ধের নামান্তর৷ ফলে ইরানের হুমকির পর ঐ অঞ্চলে পঞ্চম নৌবহর মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হুঁশিয়ার করে দিয়েছে ইরান এমন কাজ করলে তা সহ্য করা হবে না৷

বর্তমানে ইরানের অবস্থান

কিন্তু ইরান ঐ অঞ্চলে দশ দিনের নৌবাহিনীর সামরিক মহড়া শুরু করেছে গত শনিবার৷ ইতিমধ্যে সেই মহড়ার অংশ হিসেবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলেও দেশটির বেশ কিছু গণমাধ্যমের খবরে প্রচার করা হয়৷ কিন্তু শেষ পর্যন্ত ইংরেজি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি'র সাথে সাক্ষাৎকারে ইরানের নৌবাহিনীর ডেপুটি কমান্ডার কমোডোর মাহমুদ মুসাভি নিজেই জানালেন যে, এখনও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়নি৷ বরং আগামী কয়েকদিনের মধ্যে তা চালানো হবে৷ তেহরান বলছে, অ্যামেরিকা কিংবা ইসরায়েল হামলা চালালে ইরানের যে সেই হামলা রুখে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে তা দেখানোর উদ্দেশ্যেই ইরানের এই সামরিক মহড়া৷

epa03045569 An Iranian war-boat fires a missile during the Iranian navy military exercise on the Sea of Oman, near the Strait of Hormuz in southern Iran, 30 December 2011. Reports state that the testing of the missiles is part of ongoing navy maneuvers in the Persian Gulf and, according to navy deputy commander Admiral Mahmoud Moussavi, the main and final phase is preparing the navy for confronting the enemy in a warlike situation. The manoeuvre has been overshadowed by a verbal row between Iran and the US over an Iranian threat to close the Strait of Hormuz in the Persian Gulf, through which 40 per cent of the world's ship-borne crude is passed. EPA/ALI MOHAMMADI
ইরানের একটি যুদ্ধ জাহাজছবি: picture-alliance/dpa

সমঝোতা আলোচনার ব্যাপারে উদ্যোগ

এদিকে, শনিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র মাইকেল ম্যান বার্তা সংস্থা রয়টার্স-এর কাছে পাঠানো এক ইমেল বার্তায় জানিয়েছেন যে, ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশ্টন ইরানের সাথে শর্তহীন সমঝোতা আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন৷ অন্যদিকে, জার্মানিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি রেজা শেখ আত্তার বার্তা সংস্থা মেহর'কে বলেছেন যে, ইরানের পরমাণু বিষয়ক মধ্যস্থতাকারী সাইদ জালিলি শীঘ্রই ক্যাথরিন অ্যাশ্টনকে চিঠির মাধ্যমে সমঝোতা আলোচনার ব্যাপারে বিস্তারিত জানাবেন৷ এরপরই নতুন করে আন্তর্জাতিক গোষ্ঠীর সাথে ইরানের আলোচনা শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি৷

উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সাথে ইরানের পরমাণু আলোচনা গত জানুয়ারি মাসে স্থগিত হয়ে যায়৷ এরপর থেকে এই আলোচনা পুনরায় শুরু করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য