পাতানো খেলার দায়ে পাকিস্তানি তিন ক্রিকেটারের সাজা
৫ ফেব্রুয়ারি ২০১১বিচারকের আসনে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থা আইসিসি’র দুর্নীতি বিরোধী ট্রাইবুনাল৷ প্রধান হিসেবে রয়েছেন মাইকেল বিলফ৷ অপর দুই সদস্য দক্ষিণ আফ্রিকার অ্যালবি স্যাক্স এবং কেনিয়ার শরদ রাও৷ গত মাসে ছয়দিনের শুনানি শেষে বিচার কাজ স্থগিত করা হয়েছিল৷ শনিবার দোহায় পুনরায় শুরু হয় সেই মামলার কার্যক্রম৷
দিনের শেষে বিচারক প্যানেল ঘোষণা করেন দীর্ঘ প্রতীক্ষিত রায়৷ ২৬ বছর বয়সি সালমান বাটের উপর ১০ বছরের নিষেধাজ্ঞা৷ ২৮ বছর বয়সি আসিফ ৭ বছর এবং ১৮ বছর বয়সি আমির নিষিদ্ধ হলেন পাঁচ বছরের জন্য৷
এদিকে, আইসিসির রায়ের একদিন আগেই শুক্রবার ব্রিটিশ কৌঁসুলিরা এই তিন ক্রিকেটার এবং ক্রীড়া এজেন্ট মাজহার মাজিদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনেছেন৷ আর এই অভিযোগের প্রেক্ষিতে তাঁদেরকে ১৭ মার্চ লন্ডনের ওয়েস্টমিন্সটার সিটি ম্যাজিষ্ট্রেটের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ এই উদ্যোগ নিয়েছে ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস - সিপিএস৷ নতুন করে এই অভিযোগের ঘটনায় আশ্চর্য এবং মর্মাহত হয়েছেন বলে মন্তব্য মোহাম্মদ আমিরের আইনজীবী শহিদ করিমের৷ তিনি বলেন, ‘‘আইসিসি’র ট্রাইবুনালের রায় প্রদানের একদিন আগে সিপিএস’এর এই ঘোষণা মামলার পরিস্থিতি পাল্টে দিয়েছে৷’’
প্রসঙ্গত, ব্রিটিশ ট্যাবলয়েড ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ পাতানো খেলার সাথে পাকিস্তানের ক্রিকেটারদের জড়িত থাকার ঘটনা প্রকাশ করার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই তিন ক্রিকেটারকে সাময়িকভাবে বহিষ্কার করে আইসিসি৷ অবশ্য তিন ক্রিকেটারই তাঁদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে আসছিলেন৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়