‘পাখির চোখ’এ বার্লিন
‘পাখির চোখ’এ দেখুন জার্মানির রাজধানী বার্লিন৷
আকাশ থেকে বার্লিন
বার্লিনের বিখ্যাত টিভি টাওয়ার৷ ছবিটি পাশের পার্ক ইন হোটেল থেকে তোলা৷ ৩৬৮ মিটার উঁচু এই টিভি টাওয়ারের নীচের দিকটা লক্ষ্য করলে দেখতে পাবেন ব্যস্ত মহানগরীর ছবি৷ এই টাওয়ারের ২০৮ মিটার উচ্চতায় রয়েছে একটি ‘ঘুরন্ত রেস্তোরাঁ’৷
এক জায়গা থেকে সব
পার্ক ইন হোটেল থেকে বার্লিনের বেশ কয়েকটি আকর্ষণীয় স্থান দেখা যায়৷ যেমন এই ছবিতে ডানপাশে দেখা যাচ্ছে বার্লিন ক্যাথিড্রাল, বামে সেন্ট হেডভিশ ক্যাথিড্রাল৷
রূপান্তর
সময় পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বার্লিনে পুরনো ভবনের পাশে গড়ে উঠেছে নতুন ভবন, ইটের বদলে এসেছে কাচের দালান, বাদামি ও ধূসর রঙ এর বদলে এসেছে রঙিনের সমাহার৷
বার্লিনের টাউনহল
ছবিতে লাল রংয়ের যে ভবনটা দেখা যাচ্ছে সেটা বার্লিনের বিখ্যাত টাউন হল৷ ১৮৬১ থেকে ১৮৬৯ সালের মধ্যে তৈরি হওয়া এই ভবনের পাশেই দেখতে পাচ্ছেন হাল আমলের সব বিল্ডিং৷
লাল এর সমাহার
বার্লিনের নয়ক্যোলন এলাকায় অনেক অভিবাসীর বাস৷ লাল ছাদের এই ভবনগুলোতে তারা থাকেন৷ দূরে দেখা যাচ্ছে নীল রং এর ‘ওটু আরেনা’৷ আইস হকি, বাস্কেটবল, হ্যান্ডবল আয়োজনের পাশাপাশি সেখানে কনসার্ট হয়ে থাকে৷
হারিয়ে গেলে সমস্যা নেই
বার্লিনে ঘুরতে ঘুরতে আপনি যদি হারিয়ে যান চিন্তা নেই৷ যে কোনো স্থান থেকে দেখা পাবেন উঁচু টিভি টাওয়ারের৷ সেটা ধরে এগিয়ে যেতে পারেন সামনে৷