1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে সাধারণ নির্বাচন

২৫ জুলাই ২০১৮

পাকিস্তানে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে৷ সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ৷ দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোয়েটাতে একটি থানার সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন আরও ৩৫ জন৷

https://p.dw.com/p/322NW
Pakistan Quetta Anschlag bei Parlamentswahl
ছবি: Reuters/N. Ahmed

স্থানীয় এক প্রশাসনিক কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘হামলাকারী থানার ভেতরে ঢোকার চেষ্টা করছিল, পুলিশ যখন তাকে বাধা দিতে যায়, সেসময় নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় সে৷''

স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচ জন পুলিশ সদস্য এবং দুই শিশু রয়েছে৷ আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন তিনি৷ এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি৷

সাধারণ নির্বাচন

জাতীয় পরিষদের ২৭০টি আসনে এবং প্রাদেশিক পরিষদের ৫৭৭টি আসনে ভোট গ্রহণ হয়েছে৷ দেশজুড়ে ভোটকেন্দ্রের সংখ্যা ৮৫ হাজার ৩০৭টি৷ প্রার্থী ১১ হাজারেরও বেশি৷ পার্লামেন্টের দুটি আসন এবং প্রাদেশিক পরিষদের ৬টি আসনে সহিংসতার কারণে ভোট স্থগিত করা হয়েছে৷ পাকিস্তানের আইন অনুযায়ী, নারী, অমুসলিম-সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন রয়েছে৷ সরকার গঠন করতে হলে কোনো দলকে ১৩৭টি আসনে জয়ী হতে হবে৷

নির্বাচনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তানে৷ চলতি মাসে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৭০ জন নিহত হয়েছে৷ এদের মধ্যে তিনজন প্রার্থীও ছিলেন৷

পুলিশ জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলের গ্রাম সাওয়াবিতে দুই দলের সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত ও দুইজন আহত হয়েছে৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য