পাকিস্তানে সাধারণ নির্বাচন
২৫ জুলাই ২০১৮স্থানীয় এক প্রশাসনিক কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘হামলাকারী থানার ভেতরে ঢোকার চেষ্টা করছিল, পুলিশ যখন তাকে বাধা দিতে যায়, সেসময় নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় সে৷''
স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচ জন পুলিশ সদস্য এবং দুই শিশু রয়েছে৷ আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন তিনি৷ এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি৷
সাধারণ নির্বাচন
জাতীয় পরিষদের ২৭০টি আসনে এবং প্রাদেশিক পরিষদের ৫৭৭টি আসনে ভোট গ্রহণ হয়েছে৷ দেশজুড়ে ভোটকেন্দ্রের সংখ্যা ৮৫ হাজার ৩০৭টি৷ প্রার্থী ১১ হাজারেরও বেশি৷ পার্লামেন্টের দুটি আসন এবং প্রাদেশিক পরিষদের ৬টি আসনে সহিংসতার কারণে ভোট স্থগিত করা হয়েছে৷ পাকিস্তানের আইন অনুযায়ী, নারী, অমুসলিম-সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন রয়েছে৷ সরকার গঠন করতে হলে কোনো দলকে ১৩৭টি আসনে জয়ী হতে হবে৷
নির্বাচনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তানে৷ চলতি মাসে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৭০ জন নিহত হয়েছে৷ এদের মধ্যে তিনজন প্রার্থীও ছিলেন৷
পুলিশ জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলের গ্রাম সাওয়াবিতে দুই দলের সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত ও দুইজন আহত হয়েছে৷
এপিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)