পাকিস্তানে রেল-ভ্যান সংঘর্ষে মৃত অন্তত ১৯
৩ জুলাই ২০২০বিজ্ঞাপন
পাঞ্জাব প্রদেশের শেখুপুরা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। সূত্র জানাচ্ছে, একটি ভ্যানে চড়ে তীর্থযাত্রীরা ফিরছিলেন। শেখুপুরার কাছে প্রহরাহীন রেলওয়ে ক্রসিংয়ে একটি ট্রেন ধাক্কা মারে ভ্যানটিকে। ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকজনের মৃত্যু হয়। বাকিরা এখনও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। গাড়িটিতে ২৬ জন ছিলেন বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে।
পাকিস্তানের নানকানা সাহিব শিখ তীর্থস্থান। প্রতি বছরই ভারত থেকে বহু শিখ তীর্থযাত্রী সেখানে যান। এ দিনের দুর্ঘটনায় আহত ও মৃতরাও ওই তীর্থস্থানেই গিয়েছিলেন। তীর্থ করে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। করাচি থেকে লাহোরের দিকে যাচ্ছিল ট্রেনটি। ফারুকাবাদ স্টেশন ছাড়ার পরেই দুর্ঘটনাটি ঘটে।
এসজি/জিএইচ (এনডিটিভি)